জুনায়েদ হোসেন (প্রতিনিধি)
১৯৭৩ সালের ৩১ মার্চ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সূচনা হয়, যা একই বছরের ২০ সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক রেড ক্রসের স্বীকৃতি পায়। ২ নভেম্বর ১৯৭৩ তারিখে এই সোসাইটি রেড ক্রস ও রেড ক্রিসেন্টের আন্তর্জাতিক সংস্থায় অন্তর্ভুক্ত হয়।সংস্থাটির জন্মলগ্ন থেকেই তাদের সুদুরপ্রসারী কার্যকলাপের ফলে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে।
স্কুল পড়ুয়া ছাত্র – ছাত্রী থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররাও এ সংস্থার সাথে সম্পৃক্ত। সামাজিক উন্নয়ন ও মানব সেবার মধ্যে দিয়েই তারা কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় গত১০ সেপ্টেম্বর শনিবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁওস্থ সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট, ইউনিটের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আবুল মনছুর চৌধুরী। রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন দলনেতা হাসিবুল হোসেন।
এ সময় তারা বলেন,লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজ যদি এই ধরনের সমাজসেবা মূলক কার্যক্রমের এগিয়ে আসে তাহলে সমাজ তথা দেশের আমূল পরিবর্তন ঘটবে।
পরে, উক্ত কার্যক্রমে দলনেতা মাহাবুব হোসেন তৌহিদের নেতৃত্বে সহকারী দলনেতা -ইফতেখার হোসেন সাইমন, সহকারী দলনেতা- আর্তি চক্রবর্তী সহ ১৫ জন যুব সদস্যদের অংশগ্রহণে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তারা।