জুনায়েদ হোসেন (প্রতিনিধি)
চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মেজবান অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ শে আগস্ট (শনিবার) উপজেলার বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম.পি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামিলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামিলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
বোয়ালখালী উপজেলা আওয়ামিলীগের সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অনান্যদের ন্যায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর সহ স্থানীয় আওয়ামিলীগের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ বলেন বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত। তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এছাড়া বঙ্গবন্ধুর হত্যাকারীদের তিনি বিদেশে পালিয়ে যেতেও সহায়তা করেন।এসময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সমন্বয় বিদ্যুৎ সমস্যা নিয়েও কথা বলেন তিনি।