শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বোয়ালখালীতে করোনাভাইরাস সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ বিআইটিআইডি তে প্রেরণ

বোয়ালখালীতে করোনাভাইরাস সন্দেহে এক ব্যক্তির নমুনা সংগ্রহ বিআইটিআইডি তে প্রেরণ

শাহেদ হোসাইন ছোটন। বোয়ালখালী প্রতিনিধি-ঃ
চট্রগ্রামের বোয়ালখালী উপজেলার ৫নং সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকা থেকে আবু তালেব নামে ৭০ বছর বয়স্ক এক ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ানরা।
শনিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ানরা রোগীর নিজ বাড়িতে গিয়ে এ নুমনা সংগ্রহ করেন বলে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান।
তিনি বলেন, যার নমুনা সংগ্রহ করা হয়েছে তার কিছুটা সর্দি কাশি আছে। এছাড়া তিনি প্যারালাইসিস রোগী। এ নুমনা ইতোমধ্যে ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আমরা সন্দেহজনকভাবে এ নমুনা সংগ্রহ করি। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনও বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …