
অভি পাল (প্রতিনিধি)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ খ্রিঃ উপলক্ষে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে শিশু কিশোরদের মধ্যে আয়োজিত হল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম (বার)।
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন ও আদর্শকে বিষয়বস্তু হিসেবে বিবেচনা করে এই সকল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সিএমপি স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে স্বতঃস্ফূর্তভাবে এই সকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী ২০ আগস্ট, ২০২২ খ্রিঃ এই সকল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও জাতীয় শোক দিবস ২০২২ খ্রিঃ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত হল কুইজ প্রতিযোগিতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বরচিত আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ কে বিষয়বস্তু নির্ধারণ করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত কন্সটেবল, এএসআই, এস আই ও ইন্সপেক্টর পদমর্যাদার সদস্যদের মধ্য থেকে দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।