শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / বেসরকারি হাসপাতালের ৩ চিকিৎসকসহ ১৮জনকে কোয়ারেন্টিনে পাঠালো প্রশাসন

বেসরকারি হাসপাতালের ৩ চিকিৎসকসহ ১৮জনকে কোয়ারেন্টিনে পাঠালো প্রশাসন

মহিন আহম্মদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
বন্দরনগরী চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগী সনাক্তের পর ৩ চিকিৎসকসহ ১৮ জন কোয়ারেন্টাইনে পাঠালো প্রশাসন। নগরীর দামপাড়া ১নং গলির বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনায় বেসরকারি ন্যাশনাল হাসপাতালের তিন চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় চট্টবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।
তিনি জানান, শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ৬৭ বছর বয়সী আক্রান্ত ওই ব্যক্তি বর্তমানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন আছেন। এদিকে করোনাভাইরাস ধরা পরার আগে ওই ব্যক্তি নগরীর মেহেদী বাগের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা নেয়ায় ওই হাসপাতালের তিন চিকিৎসকসহ ১৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …