অভি পাল (প্রতিনিধি)
জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ ০৩ জন ছিনতাইকারী আটক এবং ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ধারালো ছোরা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার।
শনিবার (২৩ জুলাই) গভীর রাতে নতুন ব্রিজ গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন:মোঃ নুর হোসেন (২৪), বর্তমানে-ভেড়া মার্কেট, চাক্তাই লবনের মিলের পিছনে, বারেক মাঝির কলোনী,(২)মোঃ হানিফ (১৯),বর্তমান-পয়লা পোল, ওসমান গলি, খোরশেদের বিল্ডিং, ৫ম তলা, খাতুনগঞ্জ (৩) মোঃ মাসুদ (২৪),বর্তমানে-ড্রাম ফ্যাকরী, চাক্তাই, চেয়ারম্যান বিল্ডিং, ৩য় তলা,
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন,গভীর রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে থানায় কল আসে,বাকলিয়া থানাধীন নতুনব্রীজ বশরুজ্জামান গোলচত্তর পাবলিক টয়লেটের পিছন হইতে একজন ব্যক্তির নিকট হইতে কতিপয় ছিনতাইকারী ধারালো ছোরার ভয় দেকাইয়া নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে । উক্ত সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে।
উক্ত সময় ছিনতাইকাজে ব্যবহৃত ০১টি ধারালো ছোরা ও ০১টি Redmi Note 8 মোবাইল ফোন এবং ছিনতাইকৃত নগদ ২০০০/- (দুই হাজার) টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।