জুনায়েদ হোসেন (প্রতিনিধি)
নতুনত্বের জয়গানে কোরবানির খুশি ভাগাভাগি হোক সবার অন্তরে এই স্লোগানকে বুকে ধারন করে জুনিয়র ব্লাড ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুরআন পাখি ও অসহায় মানুষের মাঝে একবেলা ক্ষুদা নিবারণের লক্ষ্যকে সামনে রেখে খাবার বিতরণ আয়োজন সম্পন্ন হয়েছে।
জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ বলেন,একবেলা খাবার অতি সামান্য, তবে চেষ্ঠা ছিল অতি প্রখর। সকলের কাছে অনুরোধ আপনারাও চাইলে এরকম আয়োজন আপনারাও করতে পারেন।
ইচ্ছা শক্তি প্রখরতায় মানুষকে কাজের গতি বাড়িয়ে দেয়।আগামীতে আরো বিরাট আয়োজন করার ইচ্ছা। টিম জুনিয়র সব সময় মানুষের সেবায় এগিয়ে যাবে।
জুনিয়র ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল শুক্কুর জানান, অসহায় দুস্থ মানুষদের যেন এক বেলা খাবারের কষ্ট না হয় সে জন্য আমাদের এই আয়োজন । এসব মানুষের মাঝে খাবার তুলে দিতে পেরে টিম জুনিয়র অত্যন্ত আনন্দিত।এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন টিম জুনিয়র এর সকল সম্মানিত সদস্যগণ।