শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / ছাত্রনেতা মহিম উদ্দিনের পরিবারকে দেখতে গেলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

ছাত্রনেতা মহিম উদ্দিনের পরিবারকে দেখতে গেলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

সাবেক ছাত্রনেতা ও বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম এস এম মহিম উদ্দিন মহিমের পরিবারকে দেখতে গেলেন চসিক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন। তিনি পরিবারটির খোঁজ খবর নেয়ার পাশাপাশি সাবেক এছাত্রনেতার স্ত্রী,পুত্র-কন্যাসহ পরিবারের অন্য সদস্যদের সাথেও কুশল বিনিময় করেন।
এসময় চসিক মেয়রের সাথে ছিলেন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও চট্টগ্রাম নাগরিক উদ্যোগের আহ্বায়ক রিয়াজ হায়দার চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন,বক্সিরহাট ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি
নুরুল আজিম নুরু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও তরুণ সংগঠক ইয়াসির আরাফাত, ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
মহিম উদ্দিনের স্ত্রী শিরিন আক্তার, পুত্র আবরার মহিউদ্দিন ও কন্যা নাফিসা মহিউদ্দিন ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভাই এস এম ইউসুফ, এস.এম কামাল উদ্দিন, এস.এম সেলিম, সিরাজুল মোস্তফা, জসিম সালাম, ভাতিজা নায়েব আলী সেলিম, শাফায়েত সেলিম প্রমুখ।
উল্লেখ্য, অকালপ্রয়াত চট্টগ্রাম নাগরিক উদ্যোগের সমন্বয়কারী নাগরিক-সাংস্কৃতিক সংগঠক মরহুম খোরশেদ আলমের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে ফেরার পথে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এছাত্রনেতার বাসভবনে যান মেয়র।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …