অভি পাল, প্রতিনিধি
বাকলিয়া থানা পুলিশ টিম কর্তৃক ১টি দেশীয় তৈরী টুটু পিস্তল, ১টি চাইনিজ কুড়াল ও ৫০০ গ্রাম গাঁজা সহ ৪ জন কিশোর গ্যাং এর সদস্য গ্রেফতার।
গত ৪ জুলাই,বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডস্থ ওয়াপদা গেইট এর বিপরীত পাশের র্জনৈক মোরশেদ এর ভাড়া ঘরের ভিতর হইতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন;(১)মোঃ মামুন(২৪), থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা,(২)এমরান হোসেন বাবলু(২২), জেলা- ভোলা,(৩)। মোঃ রুবেল হোসেন প্রকাশ রুবেল (১৯),থানা- অজ্ঞাত, জেলা- বরিশাল,( ৪)মোঃ বাদশা(২২), থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রাম
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রহিম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে ও মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে নিয়মিত মামলা রুজ করা হয়েছে।
তিনি আরো বলেন,বাকলিয়া থানার কোন কিশোর গ্যাং থাকবে না, কোন ইভটিজিং হবে না, কোন চাঁদাবাজি হবে না। বাকলিয়া থানার সার্বক্ষণিক এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে।