শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / এবার নগরীর মধ্যবিত্তের পাশে দাঁড়ানোর ঘোষণা সিএমপি পরিবার’র

এবার নগরীর মধ্যবিত্তের পাশে দাঁড়ানোর ঘোষণা সিএমপি পরিবার’র

সবুজ অরণ্য। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
করোনা আক্রান্তের হাত থেকে দেশের জনগণকে বাঁচাতে সরকার ঘোষণা করেছে সাধারণ ছুটি। প্রাথমিক ভাবে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটির কথা থাকলেও তা বাড়িয়ে করা হয় ১১ এপ্রিল পর্যন্ত। ছুটি ঘোষণার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও সশ্রস্ত্র বাহিনীর সদস্যরা।
সরকারি নির্দিশনা,স্থানীয় প্রশাসনের নজরদারি আর সহযোগিতা মহামারি করোনার হাত থেকে নিজেদের নিরপদ রাখতে পারলেও আর্থিক দন্যতায় আত্মসম্মানবোধ নিয়ে বেঁচে থাকা মধ্যবিত্ত শ্রেনির মানুষগুলো দিন পার করছে চরম অনিশ্চয়তায়। দিন যত যাচ্ছে বাড়ছে উদ্বেগ, উৎকন্ঠা। বাড়ছে হতাশাও। ঠিক এমনি সময়ে মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন সিএমপি পরিবার।
আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসি কোতোয়ালীর অফিসিয়াল পেইজে লিখলেন ” মধ্যবিত্ত পরিবারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই পাশে দাঁড়াতে চাই সিএমপি পরিবার। আপনার সামর্থ্য ফুরিয়ে এসেছে, কিন্তু লোকলজ্জায় বলতে পারছেন না। আপনারও সহযোগিতা প্রয়োজন। কিন্তু সামাজিক মর্যাদারক্ষায় চাইতে পারছেন না। আমরা আপনার পাশে দাঁড়াতে চাই”।
সিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাঁরা যেহেতু ঘরে অবস্থান করছেন তার ই উপহার স্বরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম’র পক্ষ থেকে তাঁদের বাসায় তাঁদের আত্মসম্মান অক্ষুন্ন রেখে (ছবি তুলবে না বা নাম ঠিকানা ও লিখে রাখবে না ) প্রেরণ করা হবে খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। ‌
সিএমপি’র এ ঘোষণা আশার আলো জ্বালিয়েছে নিন্মবিত্ত পরিবারগুলোতে। মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানো মশালগুলোর আলো ছড়িয়ে পরুক প্রতিটি মধ্যবিত্তের অন্ধকার ঘরে।
সহযোগিতা প্রত্যাশীরা যোগাযোগ করতে পারেন সিএমপি পরিবারের দেয়া নাম্বারে অথবা নাম ঠিকানা ফোন নম্বরসহ এসএমএস করুন। সমস্যার কথা ফোনে বলুন-
সিএমপি হটলাইন:
‌০১ ৪০০ ৪০০ ৪০০
০১৮ ৮০ ৮০ ৮০ ৮০
ডিসি দক্ষিণ- ০১৭৬৯ ০৫৮ ১২১
এডিসি দক্ষিণ- ০১৭৬৯ ০৫৮ ১২৫
এসি কোতোয়ালী- ০১৭১৩ ৩৭৩ ২৫৪
এসি চকবাজার- ০১৭৬৯ ৬৯৪ ২২৩
ওসি কোতোয়ালী- ০১৭১৩ ৩৭৩ ২৫৬
ওসি বাকলিয়া- ০১৭১৩ ৩৭৩ ২৬১
ওসি চকবাজার- ০১৭৬৯ ৬৯০ ০৬৪
ওসি সদরঘাট- ০১৭৬৯ ৬৯০ ০৬৫
উত্তর বিভাগ-ঃ
=========
চাঁদগাও থানা: 01769 695 669
পাঁচলাইশ থানা: 01769 695 670
বায়েজিদ বোস্তামী থানা : 01769 695 668
খুলশী থানা : 01769 695 666
দক্ষিণ বিভাগ-ঃ
===========
কোতোয়ালী থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৫
বাকলিয়া থানা:- ০১৭৬৯-৬৯৫৬৬৭
চকবাজার থানা:- ০১৭৬৯-৬৯৫৬৭৯
সদরঘাট থানা:- ০১৭৬৯-৬৯৫৬৮০
পশ্চিম বিভাগ-ঃ
===========
ডবলমুরিং থানা: 017 69695 671
হালিশহর থানা: 017 6969 5673
পাহাড়তলী থানা: 017 6969 5672
আকবরশাহ থানা: 017 6969 5678
বন্দর বিভাগ-ঃ
==========
বন্দর থানা- 01769058149, 01769695674
ইপিজেডথানা- 01769691106,01769695677
পতেঙ্গা থানা- 01769058150, 01769695675
কর্ণফুলী থানা- 01769058151,01769695676
সিএমপি পরিবার আরো উল্লেখ করেন-” কথা দিচ্ছি,আপনার সামাজিক মর্যাদা রক্ষার দায়িত্বও আমাদের। এই সহযোগিতার কথা কেউই জানবেনা। মানুষ সন্দেহ করবে এমন বিশেষ কোন ব্যাগও ব্যবহার করা হবে না।
ঘরে থাকুন। নিরাপদ থাকুন। আাস্থা রাখুন।
আপনি রাষ্ট্রের সাথে,আমরা আপনার সাথে -সিএমপি কমিশনার। কার্টেসি-ঃ সিএমপি।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …