মঙ্গলবার , সেপ্টেম্বর ১০ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শিশু কিশোরদের অপরাধ প্রতিরোধ সেমিনার

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শিশু কিশোরদের অপরাধ প্রতিরোধ সেমিনার

অভি পাল, প্রতিনিধি,
কেউ অপরাধী হয়ে জন্মায় না। ঝুঁকিপূর্ণ পরিবেশ, সমাজে বিরাজমান নৈরাজ্য এবং হতাশা মানুষকে অপরাধী করে তোলে। তবে কিশোর অপরাধ বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব। পরিবার থেকে যদি একজন কিশোর শ্রদ্ধাবোধ না শেখে তাহলে তার অপরাধে জড়িত হওয়ার প্রবণতা বেশি থাকবে।চুরি, হত্যা, আত্মহত্যা, ধর্ষণ, ছিনতাই, পকেটমার, মাদকসেবন ও ইভটিজিং থেকে শুরু করে, সাম্প্রতিক সময়ে শিক্ষকদের প্রতি অসৌজন্যমূলক আচরণসহ এমন সব লোমহর্ষক কর্মকান্ডের সঙ্গে তারা যুক্ত হচ্ছে- যা অকল্পনীয়।

আমরা যত প্রতিষ্ঠানই করি না কেন, পারিবারিক মূল্যবোধ আর আদর্শের চর্চা বাড়াতে হবে।পরিবার যদি সন্তানদের ব্যবহার ও আচরণ গঠনে ইতিবাচক ভূমিকা রাখে, সন্তানের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে কী কী দরকার সে অনুযায়ী যদি তারা তাদের লালন-পালন করে, তা হলে সেগুলো একটি সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের সমাজব্যবস্থায় বিভিন্ন সৃজনশীল ও সাংস্কৃতিক আয়োজন বাড়াতে হবে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘শিশু-কিশোরদের অপরাধ প্রতিরোধে আমাদের করণীয়’ বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডা. মো. ইসমাইল খান। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ডা. শেখ শফিউল আজম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়র ডেপুটি ডাইরেক্টর ডা. বিদ্যুৎ বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও লেখক, গবেষক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক লাইলুন নাহার, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক গাজী খালেদ মাহমুদ, পিবিআই, চট্টগ্রাম এর পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক, ওব্যাট হেল্পার্স বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সোহেল আকতার খান ও বিশিষ্ট লেখক, গবেষক ইকবাল হোসেন। সেমিনারে মূলপ্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আজিমুল ইসলাম চৌধুরী, নুরুল আবছার চৌধুরী, যুগ্ম সম্পাদক ইউসুফ খান, সৈয়দ নাফিস উদ্দিন, আইন সম্পাদক এ্যাড. প্রতাপ পাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ্যাড. মোহাম্মদ শাহজাহান, লেখক নেছার আহমদ খান, পরিবেশবিদ মোঃ ইমতিয়াজ আহমেদ, ইশতিয়াকুল ইসলাম চৌধুরী ইশান, বর্ষা আক্তার পারুল, মোর্শেদ আলম, মঞ্জুর আলম, শাহ্ আলম, চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক আবু নাছের রনি। কোরআন তেলাওয়াত করেন মো. রাহাত।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …