শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / প্যারেড মাঠের প্রবেশপথ বন্ধ রাখা যৌক্তিক নয় – মেয়র রেজাউল করিম চৌধুরী।

প্যারেড মাঠের প্রবেশপথ বন্ধ রাখা যৌক্তিক নয় – মেয়র রেজাউল করিম চৌধুরী।

প্যারেড মাঠের প্রবেশপথ বন্ধ রাখা যৌক্তিক নয় বলে মনে করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, প্যারেড মাঠে তালা মেরে রাখার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। এটা বন্ধ করে রাখার কোনো যৌক্তিতা থাকতে পারে না। কারণ ওই মাঠে এমন কোনো স্থাপনা নাই যেটা মাঠে খেলতে যাওয়া ছেলেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে।

তাই আমার আহ্বান থাকবে মাঠের প্রবেশপথগুলো যেন খোলা রাখা হয়। গতকাল আজাদীর সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। চট্টগ্রাম কলেজের মালিকানাধীন প্যারেড মাঠ। ঐতিহ্যবাহী এ মাঠে ছেলেরা খেলতে যায়। সাধারণ মানুষও হাঁটতে যান।

সামগ্রিক বিষয়ে জানতে চাইলে মেয়র বলেন, বিষয়টি নিয়ে আমি আগে থেকে অবগত ছিলাম না। এখন জানলাম। আমি কলেজের অধ্যক্ষের সাথে এটা নিয়ে মোবাইলে কথা বলব এবং মাঠটি যাতে খেলাধুলার জন্য খুলে দেয়া হয় সে আহ্বান জানাব উনাকে।

তিনি বলেন, চট্টগ্রাম শহরে এমনিতেই খেলার মাঠের সংকট আছে। সে জায়গা থেকে চিন্তা করলে প্যারেড মাঠটা ছেলেদের জন্য খুবই প্রয়োজনীয়। আমি নিজেও ছোটবেলায় এ মাঠে খেলেছি। ছেলেরা গ্রুপে গ্রুপে ভাগ হয়ে এ মাঠে খেলে। এটার প্রবেশপথ বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই ছেলেরা সীমানা দেয়াল টপকে ঢুকতে চাইবে। এতে দুর্ঘটনাও ঘটতে পারে। তাই বন্ধ প্রবেশপথ খুলে দেয়া উচিত। এ সময় মেয়র নগরে ছোট ছোট খেলার মাঠ তৈরি এবং বিনোদন কেন্দ্র স্থাপনে সিটি কর্পোরেশনের উদ্যোগে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …