সোমবার , এপ্রিল ৭ ২০২৫
শিরোনাম
Home / চট্টগ্রাম / মানছেনা সরকারি নির্দেশনা নগরীর বাজারগুলোতে চলছে ঈদের আমেজ

মানছেনা সরকারি নির্দেশনা নগরীর বাজারগুলোতে চলছে ঈদের আমেজ

মহিন আহমেদ চৌধুরী। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
সারাদেশের মত বন্দরনগরী চট্টগ্রামেও সরকরী নির্দেশনায় ২৫ মার্চ ২০২০ (বুধবার) রাত ১২টার পর থেকে শুরু হয়েছে সাধারণ ছুটি। সে হিসেবে আজ ১ এপ্রিল (বুধবার) চলছে ৭ম দিন। মূলত ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকেই জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কাজ করে চলছে পুলিশ,র্যাব,স্থানীয় প্রশাসন ও সশ্রস্ত্র বাহিনীর সদস্যরা।
কিন্ত কিছুতেই যেন নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নগরী ও আশেপাশের উপজেলার সাধারণ জনগণকে। স্থানীয় প্রশাসন থেকে বারবার অনুরোধ করা সত্বেও তাদের বাইরে আসা ঠেকানো যাচ্ছেনা। হাট-বাজারগুলোতে যেন চলছে ঈদের আমেজ।
বাজারে বিচরণরত মানুষের মুখে নেই মাস্ক।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা কোনো কাজে লাগেনি হাট-বাজার
গুলোতে।
নগরীর বহদ্দারহাট কাঁচা বাজার, বহদ্দারহাট হক মার্কেট,দুই নাম্বার গেইট কাঁচা বাজার,চকবাজার,
চান্দগাঁও কাঁচা বাজার,কাপ্তাই রাস্তার মাথা, কাজির হাট সহ নগরীর বিভিন্ন এলাকার হাট-বাজারে লোকসমাগম ঘটলেও সামাজিক দূরত্ব মানছেনা কেউই।
সরকারি নির্দেশনায় কাঁচাবাজার,মাছ,মুদি ও ঔষুধের দোকান ছাড়া অন্য দোকান পাট বন্ধ রাখতে বলা হলেও একশ্রেনীর অসাধু ব্যবসায়ী এক সাঁটার খুলে রেখে চালিয়ে যাচ্ছে ব্যবসা।
অনুসন্ধানে দেখা যায়, বহদ্দারহাট কাঁচা বাজার সংলগ্ন নিউ চাঁদগাঁও আবাসিক এলাকায় করোনা রোগী সনাক্ত হওয়ায় ভবনটি প্রশাসন লকডাউন করে রাখলেও আবাসিক এলাকার পার্শ্বের ভবনে চলছে লোকারন্য কারবার। অসচেতনতার কারণে নগরীরর রাস্তাঘাট দোকানপাট ও লোকালয়ের জনজীবনে ইতিবাচক প্রভাব কোন পড়ছে না।
দেখা যায়, বহদ্দার হাট পুলিশ বক্স এর পাশে সরকারি নির্দেশ অমান্য করে এক সাঁটার খোলা রেখে চলছে চা বিক্রি। বাড়ছে নিরাপদ দূরুত্ব বজায় না রেখে হাটবাজারে জনসমাগম। এতে সচেতন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সাধারণ ছুটির মেয়াদ যত বাড়ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে সাধারণ মানুষের আইন অমান্যের হিরিকও। বাজার গুলো যেন চিরচেনা রূপ ফিরে পেয়েছে। আবাসিক ভবন গুলোতে চলছে উৎসবের আমেজ। একাধিক লোকের অভিযোগ, একজনের ভুলে সবাইকে পোহাতে হবে ভোগান্তি । আলিঙ্গন করতে হবে মৃত্যুকে। অনেক দোকানদার এক সাঁটার খুলে মাল বিক্রি করছেন প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে। নগরীর এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা চাই সচেতন মানুষগুলো।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …