সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / চিকিৎসক ও চিকিৎসা কর্মীর বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করবে সিএমপি

চিকিৎসক ও চিকিৎসা কর্মীর বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করবে সিএমপি

চট্টবাংলা ডেস্ক-ঃ
চট্টগ্রাম মহানগর এলাকায় কর্মরত যেসব চিকিৎসক,নার্স এবং চিকিৎসা কর্মীগণ যানবাহনের অভাবে অথবা যানবাহনের স্বল্পতার কারণে তাদের কর্মস্থলে যেতে পারছেন না তাদের যাতায়াতের সুব্যবস্থা নিয়ে এগিয়ে এসেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম নগরীর সকল থানার অফিসার-ইনচার্জদের এ বিষয়ে গনকে নির্দেশনা প্রদান করেন তিনি।
তিনি বলেন ” ডাক্তার বাঁচলে আমরা বাঁচবো”। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর হটলাইনে (০১৪০০৪০০৪০০) যদি কোন চিকিৎসক অথবা স্বাস্থ্য কর্মী তাদের যানবাহনের জন্য ফোন করেন তাৎক্ষণিকভাবে তাদেরকে বাসা থেকে কর্মস্থলে এবং কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। এতে করে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের যাতায়াতের যেমন সুব্যবস্থা হবে তেমনি সাধারণ মানুষও সুচিকিৎসা ভোগ করবে।
তিনি আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এই কঠিন সময়ে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের সুস্বাস্থ্য ও সুব্যবস্থার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষের মাঝে এক নতুন বন্ধন সৃষ্টি করবে। তিনি সিএমপি’র এ উদ্যোগে সকল চিকিৎসক ও তৎসংশ্লিষ্টদের সার্বিক সহযোগিতা নিতে হটলাইন নাম্বারে যোগাযোগেরও অনুরোধ জানান। হট লাইন: 01400 400 400

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …