অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক: চট্টবাংলা ডট কমঃ করোনা মহামারীতে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি ।
সোমবার ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, ‘নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে নির্বাচন হবে। মেয়র প্রার্থী ছাড়া অন্য প্রার্থীদের নতুন করে মনোনয়ন নেয়ার কোনো সুযোগ নেই। শুধু সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৭ এবং ৪০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর মৃত্যুজনিত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা যাবে। ইসি তাদের সময় দেবে। তবে যারা ইতোমধ্যেই মনোনয়নপত্র দাখিল করছেন তাদের আর দিতে হবে না।
বিগত ৬ আগস্ট বিশ্বব্যপী করোনা মহামারীর কারণে নির্ধারিত সময়ে নির্বাচন সম্পন্ন না হওয়ায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে চট্টগ্রাম সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় । ফেব্রুয়ারি ২০২১ সালের প্রথম সপ্তাহে প্রশাসক হিসেবে খোরশেদ আলম সুজনের মেয়াদ শেষ হবে।
পূর্বে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি(চসিক)’র নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বী ছিলেন।সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে প্রার্থী রয়েছেন ২৬৯ জন।
এবারের চট্টগ্রাম সিটির মেয়র পদে আওয়ামী লীগে এর এম রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির ডাঃ শাহাদাত হোসেন (ধানের শীষ), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মিনার), এনপিপির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী( হাতি) প্রতিদ্বন্দ্বীতা করছেন।