চট্টবাংলা প্রতিনিধি-ঃ
নগরীতে বসবাসরত নাগরীকদের সুবিধার কথা চিন্তা করে শর্তসাপেক্ষে চট্টগ্রাম বন্দনগরীর খাবার দোকান,বেকারী ও রেস্টুরেন্টগুলো খোলা রাখা যাবে মর্মে সকল থানার অফিসার ইনচার্জদের নির্দেশনা দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ( সিএমপি) কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমান । বিষয়টি নিশ্চিত করে ২৯ মার্চ (রবিবার) গণমাধ্যমে প্রেস বার্তা পাঠান সিএমপি’র জনসংযোগ কর্মকর্তা।
অত্যন্ত সাবধানতার সাথে যেন রেস্টুরেন্ট মালিকরা রেস্টুরেন্টের খাবার বিক্রি কার্যক্রম পরিচালনা করেন, সে ব্যাপারে মেট্রোপলিটনের সকল থানার অফিসার-ইনচার্জ গণকে সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।
শর্তসমূহ-ঃ
=======
১। খাবার সংগ্রহ করে বাসায় পার্সেল করে নেয়া
যাবে। রেস্টুরেন্ট বা দোকানের ভিতর খাবার
খাওয়া যাবেনা।
২। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে
রেস্টুরেন্টে আসা-যাওয়া করতে হবে।
৩। খাবার সংগ্রহের সময় নিরাপদ দূরত্ব বজায়
রেখে লাইনে দাঁড়াতে হবে।
৪। রেস্টুরেন্ট বা খাবার দোকান কে কেন্দ্র করে
কোনরূপ আড্ডা চলবে না।
৫। খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা
বিধি মেনে চলতে হবে।
৬। প্রত্যেক খাবারের দোকানে প্রবেশ পথে
হ্যান্ডওয়াশ বা সেনিটাইজেশন ব্যবস্হা
রাখতে হবে।
৭। খাবার পার্সেলে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
এছাড়া মহামারি করোনাভাইরাস প্রতিরোধে সকলের সার্বিক সহায়তা কামনা করেছেন সিএমপি কমিশনার।