শনিবার , অক্টোবর ৫ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / আগ্রাবাদে জাহাঙ্গীর হত্যার আসামী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

আগ্রাবাদে জাহাঙ্গীর হত্যার আসামী ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার

 

অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টবাংলা.কম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন বাদামতলী আগ্রাবাদ হোটেলের পাশে জাফরের বিরানির দোকানের সামনে রাস্তার উপর পূর্ব পরিকল্পিতভাবে জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী (৩০)কে হত্যার ঘটনায় জড়িত মোঃ রমজান আলী (২৫) নামের একজনকে ব্রাহ্মণবাড়িয়া হতে গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানা পুলিশ।

মামলার সুত্রে জানা যায় বৃহস্পতিবার ১২ নভেম্বর রাত ৯.৪০ মিনিটে জাহাঙ্গীর আলম মিন্টু প্রকাশ মারুফ চৌধুরী (৩০) কে পূর্ব শত্রুতার জেরে ডবলমুরিং মডেল থানাধীন বাদামতলী আগ্রাবাদ হোটেলের দক্ষিণ পার্শ্বে জাফরের বিরানির দোকানের সামনে পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কাঠের বাটাম, ছোরা, ইট দ্বারা আঘাত করে ভিকটিমের মাথায়, চোখে ও ডান কাঁধে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে জাহাঙ্গীর (৩০) কে রয়েল হসপিটালে ভর্তি করানো হলে
শুক্রবার ১৩ নভেম্বর সন্ধ্যায় চিকিৎসাধীন থাকাবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

উক্ত ঘটনায় ডবলমুরিং মডেল থানায় দায়ের হয়।

ঘটনার পরবর্তীতে মঙ্গলবার ১৭ নভেম্বর দুপুরে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির, পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) শ্রীমা চাকমা, সিএমপি, এর তত্ত্বাবধানে ও নিদের্শনায় অফিসার ইনচার্জ সদীপ কুমার দাস, পিপিএম(বার), ডবলমুরিং মডেল থানা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ রানার নেতৃত্বে এসআই অর্নব বড়ুয়া সঙ্গীয় অফিসার ও র্ফোস সহ গোপন সূত্রের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকার ফেরীঘাটস্থ হোয়াইট হাউস নামক হোটেলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ রমজান আলী (২৫)কে গ্রেফতার করেন।

পরবর্তীতে মোঃ রমজান আলী (২৫) এর প্রদত্ত তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি রক্তমাখা কাঠের বাটামও উদ্ধার করা হয়।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …