রবিবার , অক্টোবর ১৩ ২০২৪
শিরোনাম
Home / চট্টগ্রাম / চান্দগাঁওয়ে ৬৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

চান্দগাঁওয়ে ৬৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ৩

নয়ন: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিএন্ডবি রাস্তার মাথা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৫০০ পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

বুধবার ২১ অক্টোবর রাত ১০ টায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক দেবপ্রিয় দাশ এর নেতৃত্বে ২নং টিম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে জুয়েল চন্দ্র ধর (২৫), সুজিত ধর(২৮) ও লিটন ধর প্রকাশ সুমন (২২) নামে ৩ জনকে গ্রেফতার করে।

এ সময় তল্লাশী চালিয়ে তাদের হেফাজত হতে ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এটি পড়ে দেখতে পারেন

ইমন সাংস্কৃতিক একাডেমির ৩০ বছর পূর্তি উদযাপন 

  অভি পাল (প্রতিনিধ) পাহাড়তলী থানার অন্তর্গত দক্ষিণ কাট্টলীতে রতন কুমার দেবনাথ এর নেতৃত্বে ইমন …