শিশুর শারীরিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী চলমান ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করেছে সামাজিক সংগঠন মাতৃভূমি ফাউন্ডেশন।
মঙ্গলবার ৬ অক্টোবর সকালে নগরীর পাঁচলাইশ থানাধীন খতিবের হাটস্থ মাতৃভূমি ফাউন্ডেশনের কার্যালয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে আগত ৬-১১ মাস বয়সী ২০০ শিশু এবং ১-৫ বছর বয়সী ১৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসু্ল খাওয়ানো হয়।
এ সময় মাতৃভূমি ফাউন্ডেশন ও ডিঙ্গি এর সভাপতি মো: আনোয়ারুল ইসলাম বাপ্পী, ন্যাশনাল প্রেস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নয়ন শীল, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য সহকারী জাহিদুল ইসলাম জমাদ্দার, আর কে সুমন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।