
দুর্জয় বড়ুয়া শান্ত (প্রতিনিধি)
গত রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল সড়কের টিঅ্যান্ডটি গেট সংলগ্ন সমাজসেবা অফিসের সামনে ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী নুরুল কাদেরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে আনার পথে মৃত্যু হয়।নিহত নুরুল কাদের চৌধুরী খাগড়াছড়ি সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
এ ব্যাপারে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা তানভীর হাসান জানান, বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহত মোটর আরোহী নুরুল কাদের চৌধুরীকে প্রাথমিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।তবে দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক হলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।