দুর্জয় বড়ুয়া ( প্রতিনিধি)
“বঙ্গবন্ধুর দর্শন প্রাথমিক শিক্ষার উন্নয়ন” প্রতিপাদ্যে খাগড়াছড়ির দীঘিনালায় নতুন পাঠ্যবই বিতরন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগীতায় দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুর রশীদ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাছে নতুন বছরের পাঠ্যবই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সাইফ উদ্দিন বিপ্লব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হ্যাপি চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটাক্ট্রর মো: মাঈন উদ্দিন, সহকারী শিক্ষা অফিসার সোনামিত্র চাকমা, সহকারী শিক্ষা অফিসার সঞ্চায়ন চাকমা ও রাঙ্গা মারমা প্রমূখ।
এছাড়া উপজেলার প্রত্যেক সরকারী বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠ্যবই উৎসব এর মাধ্যমে নতুন বই বিতরন করা হয়।