
অভি পাল (প্রতিনিধি)
জাগো হিন্দু পরিষদ (JHP) রাঙ্গুনিয়া উপজেলার টিমের সাথে বোয়ালখালীর উপজেলা টিম সহ মেধসমুনি আশ্রমের আশেপাশে পরিস্কার ও সচেতন মূলক পোষ্টুন প্রচারণা চালনো হয়।
জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে বোয়ালখালী উপজেলার করলডাঙ্গা পাহাড়ে অবস্থিত পবিত্র তীর্থ পীঠ মেধসমুনী আশ্রমে আশেপাশে পরিস্কার ও সচেতন মূলক পোষ্টার লাগানোর হয়েছে মন্দিরে উঠার সময় দুই পাশের বৃক্ষতে। শুক্রবার এই কর্মসূচী পালিত হয়। এতে বোয়ালখালী উপজেলা, চান্দগাওঁ থানা, রাজস্থলী উপজেলার জেএসপির কমিটির সদস্যরাও অংশ নেন।
এইসময় রাঙ্গুনিয়া উপজেলার, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কান্তি দে, প্রচার সম্পাদক শান্তনু বিশ্বাস, সহ প্রচার সম্পাদক রবি দত্ত, ধর্ম বিষয়ক সম্পাদক রনজিত দেবনাথ, সদস্য সবুজ দেবনাথ, বেতাগী ইউনিয়নে সভাপতি রাজেশ দাশ, সরফভাটা ইউনিয়নে সাধারণ সম্পাদক ছোটন দেবনাথ, পদুয়া ইউনিয়নে সাধারণ সম্পাদক শ্রীকান্ত দাশ শুভ, রাজানগর ইউনিয়নে সভাপতি ইমন কর, লালানগর ইউনিয়নে সাধারণ সম্পাদক বিটু দেবনাথ, রাজদীপ, উৎসব আর্চায্য, জয় দেব রাসেল, বোয়ালখালী উপজেলার সাধারণ সম্পাদক এড. প্রবাল শীল, সহ সাধারণ সম্পাদক আবীর বিশ্বাস অমিত,বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন শাখার শ্রাবণ দাশ অর্ণব সহ উপজেলার বিভিন্ন ইউনিটের সারথী পূজন দত্ত, তয়ন চৌধুরী, টুটুল পাল, আকাশ চৌধুরী, তপু দাশ, অজয় দাশ,. টুটুল পাল, রিমন দাশ, চান্দগাওঁ থানার সভাপতি মিঠু দেবনাথ,অর্থ সম্পাদক রিমন নাথ, সদস্য সুজন, রবিন, রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জগদীশ দেবনাথ পূজন সহ বিভিন্ন ইউনিট এর সদস্যরা সহযোগিতা করেন।
এতে জাগো হিন্দু পরিষদ আরব আমিরাত শাখার উপদেষ্টা ও প্রবাসী সাংবাদিক শ্রীমান সনজিত কুমার শীল মহোদয়কে সকল উপজেলার পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সবশেষে সকল উপজেলার সদস্যরা মেধসমুনী আশ্রমে কীর্তনের অংশগ্রহণ করেন।