
অনিন্দ্য নয়ন।জ্যেষ্ঠ প্রতিবেদক, চট্টবাংলা.কম: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাস্ক পড়ে বের না হওয়ায় ২৭ জনকে ২ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ১৮ নভেম্বর দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।
এসময় মাস্ক না পড়ায় ২৭ জনকে ২ হাজার ৯ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে তাদের প্রত্যেককে KN-95 মাস্ক বিরতণ করেন ইউএনও।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হওয়ার ব্যপারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।