
নয়ন: চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও মারামারি সহ একাধিক মামলার আসামী কিশোর গ্যাং নেতা মো: সাইফু্ল আলম লিমন ও সজল দাশ প্রকাশ নিরবকে অস্ত্র সহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগ।
শুক্রবার ৬ নভেম্বর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের একটি টিম চট্টগ্রামের চকবাজার থানাধীন মেহেদী বাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সাইফুল আলম লিমন(৩৫)কে গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেওয়ার তথ্য মতে নগরীর কোতোয়ালী থানাধীন সিআরবি গোয়ালপাড়াস্থ শহীদ স্মৃতি স্তম্ভের পার্শ্বে অবস্থিত বর্ণক সংসদ ক্লাবে অভিযান চালিয়ে সজল দাশ প্রঃ নিরব(২২)কে অস্ত্র ও ম্যাগজিন সহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।