
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন (৯০) ইন্তেকাল করেছেন।
শুক্রবার ৩০ অক্টোবর বিকালে নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
বুধবার ২১ অক্টোবর সৈয়দা মাবিয়া খাতুনসহ পরিবারের ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হলে সৈয়দা মাবিয়া খাতুনসহ পাঁচজনকে ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় মাবিয়া খাতুনের অবস্থার অবনতি হওয়ায় বুধবার ২৮ অক্টোবর তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়।