নয়ন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চল কর্তৃক চলমান মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ ১১ জন মাদক সেবী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো: উপ-অঞ্চলের উপ-পরিচালক মো.রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার এর নেতৃত্বে এবং মেট্রো: উপ-অঞ্চলের সার্কেলসমূহের সম্মিলিত অংশগ্রহণে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় ১১ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক করা হয়।পরবর্তীতে তল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.