প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩০, ২০২৫, ৭:১২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ৩:৫৬ অপরাহ্ণ
মুক্তিযোদ্ধা অনিমেষ বড়ুয়া’র মহাপ্রয়াণ, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হল আজ। বিভিন্ন মহলের শোক

চট্টবাংলা। বোয়ালখালী প্রতিনিধি-ঃ
শহরতলী বোয়ালখালীর শাকপুরা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত সুধীর বড়ুয়ার সন্তান ও বীর মুক্তিযোদ্ধা অনিমেষ বড়ুয়া মানিক গতকাল রবিবার (১০মে) বিকাল ৪ টায় চট্টগ্রামের নিজ বাসায় মৃত্যু বরণ করেন দেশ মাতৃকার এই শ্রেষ্ঠ সন্তান।
তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন তিনি। আজ সোমবার
(১১মে) বেলা ২টায় শাকপুরা ধর্মানন্দ বিহার প্রাঙ্গনে তাঁর মরদেহের প্রতি জানানো হয়, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার।
গার্ড অব অনার প্রদর্শনে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী। এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও বোয়ালখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
গার্ড অব অনার শেষে দুপুর ২.২০মিনিটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান ভদন্ত শীলভদ্র মহাথের'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বোধিমিত্র মহাথের, ভদন্ত আয়ুপাল মহাথের, ভদন্ত বিপস্সী মহাথের, ড.সংঘপ্রিয় মহাথের, ভদন্ত শাসনপ্রিয় মহাথের,ভদন্ত এম প্রজ্ঞামিত্র থেরো, ভদন্ত শীলপাল থেরো, ভদন্ত আর্য্যময় ভিক্ষুসহ প্রাজ্ঞ ভবক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
কীর্তনীয়া অমরকেতু বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনায় ও সমাজকর্মী রাজীব বড়ুয়ার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ হারুন মিয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ কাজল কান্তি বড়ুয়া, ডাঃ মৃণাল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক সুমেধ তাপস বড়ুয়া কাজল, সাংবাদিক অধীর বড়ুয়া।
এদিকে তাঁর মৃত্যুতে বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ, শাকপুরা মুক্তিযোদ্ধা পরিবার, শাকপুরা গ্রামবাসী, শাকপুরা লালচাঁদ বিহার কমিটি, মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুন সংঘ, শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্র,শাকপুরা ধর্মানন্দ বিহার কমিটি, শাকপুরা সার্বজনীন তপোবন বিহার, পশ্চিম শাকপুরা সাধনা বিহার, লেখক-কীর্তনশিল্পী, সাবেক ডাক পরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ শোকাঞ্জলি জ্ঞাপন ও পারলৌকিক সুখ শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারে গভীর সমবেদনা জানিয়েছেন।
সবশেষে বেলা ৪ টায় ধর্মীয় ভাবগাম্ভীর্য মর্যাদায় তাঁকে স্থানীয় বৌদ্ধ মহাস্বশানে সৎকার করা হয়।
তথ্য ও ছবি কৃতজ্ঞতা-ঃ অগ্রজ সাংবাদিক, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বৌদ্ধধর্মীয় নেতা-অধীর বড়ুয়া।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : [email protected], Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.