প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ৩:১৫ অপরাহ্ণ
বিস্ময়কর বিশ্বে এক ভূ-পর্যটক রামচন্দ্র বিশ্বাস

আজ এক বাঙালির কথা বলব, যাঁকে আমরা অনেকেই চিনি না বা যাঁর কথা জানি না। তাঁর নাম রামচন্দ্র বিশ্বাস। তিনি একজন ভূ পর্যটক।
তিনি ১৯৮২ সালের ২১ এপ্রিল ভারতের রাজভবন থেকে শুরু করেছিল তাঁর সাইকেলে বিশ্ব পরিক্রমা। তাঁর ফ্লাগ অফ করেছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী।
এ ভূ- পর্যটক বিশ্বের ১৫৭টি দেশের ৩৩০৩ (তিন হাজার তিন শত তিন) টি বড় শহর ঘুরে ৬২৭২০০
(ছয় লক্ষ সাতাশ হাজার দুইশত) কিলোমিটার পথ অতিক্রম করে ২০১১ সালে আটান্ন বছর বয়সে নিজদেশে ফিরেন।
তাঁর বাড়ি ভারতের উত্তর পাড়া। পড়াশোনার পাঠ স্কুল ফাইনাল পর্যন্ত। কিন্তু অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন বক্তৃতা। তিনি জানেন দশটি দেশের ভাষা। পেয়েছিলেন বিশ্বের চারটি দেশের সান্মানিক নাগরিকত্বও।
তাঁর অর্জনে আছে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের দুই হাজার পুলিশ ব্যাচ। তাঁর আছে ১৩৫ (একশো পঁয়ত্রিশ) টি দেশের রাষ্ট্রদূতের দেয়া সার্টিফিকেট।
যে সাইকেলটি চালিয়ে তিনি বিশ্ব ভ্রমন করেছিলেন তাঁর সে সাইকেলটি আমেরিকায় নিলামে দাম উঠেছিল ৭৭,০০০ (সাতাত্তোর হাজার) ডলার।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.