প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ১:২৮ অপরাহ্ণ
করোনাকালে আয় বন্ধ থাকা স্বজনদের পাশে দাঁড়ালো কানুনগোপাড়া নবারুণ সাহিত্য পরিষদ

সবুজ অরণ্য। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
সারাদেশে গাণিতিকহারে বাড়ছে মহামারি করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা। বাড়ছে লাশের সারি। লকডাউন করা হয় জেলার সাতকানিয়া, লোহাগাড়া, রাউজান আর ফটিকছড়ি উপজেলা। উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে শহরতলী বোয়ালখালীও।
উপজেলার বিভিন্নস্থানে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় সিমিত করা হয় জনযোগাযোগ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে বন্ধ হয়ে পড়ে সাধারণ মানুষের আয়ের পথ। এতে করে বাড়ে উদ্বেগ-উৎকন্ঠা। বাড়ে পারিবারিক খাদ্যের অনিশ্চয়তা।
ঠিক এমনই সময়ে আয় বন্ধ হয়ে যাওয়া উৎকন্ঠিত পরিবারগুলোর পাশে দাঁড়ায় দক্ষিণ চট্টগ্রামের উচ্চ শিক্ষার প্রবেশ দ্বার আর শিক্ষা সংস্কৃতির আতুরঘর কানুনগোপাড়া গ্রামের ঐতিহ্যবাহী প্রায় শতবর্ষী সামাজিক সংগঠন "নবারুণ সাহিত্য পরিষদ"।
পরিষদ সদস্যদের ব্যক্তিগত অনুদানে গড়ে তোলা হয় "সামাজিক সুরক্ষা তহবিল"। গঠিত তহবিলের আওতায় আজ প্রায় শতাধিক পরিবারে পৌঁছে দেয়া হয় "ভালোবাসার অন্ন থলে"। আরো দেয়া হয় জীবানু নাশক সামগ্রীসহ বিবিধ উপকরণ।
এ "সামাজিক সুরক্ষা তহবিল"র উদ্যেক্তা তরুণ সমাজকর্মী, সংগঠক ও ব্যবসায়ী ধনঞ্জয় সিংহ বলেন, "এই মহামারি করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি শুধু আমি কিংবা আমাদের একক বিপদ নয়। এটা সমগ্র বিশ্ববাসির জন্য একটা দূর্যোগ"।
তিনি আরো বলেন, আমাদের সবারই উচিত যার যতটুকু সামর্থ্য আছে, তাই নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। চলমান "সামাজিক সুরক্ষা তহবিল" এ অনুদান প্রদানে "নবারণ সাহিত্য পরিষদ"র সদস্য-সদস্যা ছাড়াও অন্যান্যদের এগিয়ে আসার আহব্বানও জানান এই তরুণ সমাজকর্মী।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : [email protected], Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.