প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:০৭ অপরাহ্ণ
মাত্র ২০ দিনে প্রস্তুত চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল চিকিৎসায় আশার আলো। উদ্ধোধন হচ্ছে আজ

সবুজ অরণ্য। চট্টবাংলা প্রতিনিধি-ঃ
এইতো সেদিন। বীর প্রসবীনি এই চট্টলার এক কৃর্তীপুরুষ ঘোষণা দিল মাত্র ১০০ টাকা করে সহায়তা করলে গড়ে তোলা সম্ভব করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতাল। মরণব্যাধী করোনায় যখন দিশেহারা বিশ্বের ক্ষমতাধর অনেক রাষ্ট্রের রাষ্ট্র প্রধানরা তখন চট্টগ্রামের সন্তান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়ার এমন ঘোষণায় অনেকের চোখ কপালে উঠে গিয়েছিল,কি করে সম্ভব তা ভেবে ভেবে।
কিন্ত সব জল্পনা-কল্পনাকে পেছনে ফেলে শেষ হল চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের কাজ। চট্টগ্রামে করোনা চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালের অপ্রতুলা থেকে জন্ম এই ভাবনার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া উদ্যেগ নেয় এই হাসপাতাল গড়ার। সাড়া দেয় দেশের শীর্ষ স্থানীয় শিল্প গ্রুপ নাভানা। নাভানা গ্রুপের সহযোগিতায় শুরু হয়ে মাত্র ২০ দিনে করোনা ভাইরাস মোকাবিলায় তৈরি হয় চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।
সব প্রস্তুতি শেষ। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) রোগী ভর্তির মাধ্যমে শুরু হচ্ছে এর আনুষ্ঠানিক যাত্রা। সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে নাভানা গ্রুপের দ্বিতল ভবনের অটোমোবাইল কারখানার অভ্যন্তরে ৬ হাজার ৮০০ বর্গফুট জায়গায় প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল।
চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে বর্তমানে ভ্যান্টিলেটরসহ ১০ শয্যার আইসিইউ (যা দু ধাপে ব্যবহার উপযোগী) এবং ৫০টি সাধারণ শয্যা থাকছে। রোগীদের আনা নেয়া করতে থাকছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও। করোনা রোগীদের চিকিৎসায় ১০ সদস্যের চিকিৎসক টিম কাজ করবে। সেই সাথে নার্স এবং চিকিৎসা সহকারীও থাকছে। এর বাইরে আরও কিছু কাজ রয়েছে যাতে সহায়তা করতে ১০০ জনের একটি স্বেচ্ছাসেবক টিম রাখা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের স্বপ্বদ্রষ্টা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘করোনায় আক্রান্তদের সেবা প্রদানের লক্ষ্যে আমরা ফিল্ড হাসপাতাল প্রস্তুত করেছি। আর এ কাজে সহায়তা করেছে নাভানা গ্রুপ। ইতোমধ্যে স্বাস্থ্য প্রশাসন থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে। হাসপাতালের প্রয়োজনীয় সকল সরঞ্জাম স্থাপন এবং লোকবল নিয়োগ করা হয়েছে। এ কাজে প্রশাসন থেকে আমারা যথেষ্ট পরিমাণ সহায়তা পেয়েছি।
তিনি আরো বলেন, এ উদ্যেগে আমরা অনেকের সাড়া পেয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থা ফিল্ড হাসপাতালের জন্য বেড, পিপিইসহ নানা সামগ্রী এবং নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে আমরা রোগী ভর্তি করাতে পারবো"।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, "করোনা রোগীদের চিকিৎসা সহায়তায় ১০ সদস্যের একটি চিকিৎসক টিম কাজ করবে। সেই সাথে নার্স এবং চিকিৎসা সহকারীও থাকছে। এর বাইরে আরও কিছু কাজ রয়েছে যাতে সহায়তা করতে ১০০ জনের একটি স্বেচ্ছাসেবক টিম।
উল্লেখ্য চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যেক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ভাই।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.