প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৪:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ১২:০৩ অপরাহ্ণ
মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিঃ দেশে উৎপাদন শুরু করল সল্প মূল্যের ভেন্টিলেটরের

মানস চক্রবর্তী। চট্টবাংলা প্রতিনিধি -ঃ
বাংলাদেশে ভেন্টিলেটরের উৎপাদন শুরু করল মিনিস্টার। মহামারি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় দরকারি এ অক্সিজেন যন্ত্র সল্প মূল্যে সরবরাহের ঘোষণা দিল দেশীয় শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড।
অসংখ্য খারাপ সংবাদের মধ্যে আশা জাগানিয়া সংবাদ। ভালো লাগার সংবাদ। বাংলাদেশী হিসেবে গর্ভবোধ করার সংবাদ। দেশবাসি আজ গর্বিত এ সংবাদে। করোনা (কেভিট ১৯) ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় অতিগুরুত্বপূর্ণ যন্ত্র এটি। রোগীদের শ্বাসকষ্টের জন্য জরুরি চিকিৎসা সরঞ্জাম ভেন্টিলেটর বা অক্সিজেন যন্ত্রের দেশে উৎপাদন শুরু করার ঘোষণা সত্যি প্রসংশনীয়।
প্রতিষ্ঠানসূত্রে জানা যায় আগামী সপ্তাহের শেষ দিকে প্রথম লটে সরবরাহের জন্য ১০০ ইউনিট ভেন্টিলেটর প্রস্তুত হবে। প্রতি ইউনিটের মুল্য ধরা হচ্ছে দেশীয় মুদ্রায় ৭৫-৮৫ হাজার টাকার মধ্যে।
উল্লেখ্য বিশ্বখ্যাত মেডিকেল সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের সহায়তায় মিনিস্টারসহ কয়েকটি দেশীয় ইলেকট্রনিকস পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ভেন্টিলেটর তৈরিতে এগিয়ে এসেছে।
ভেন্টিলেটর তৈরির এই প্রক্রিয়ায় মিনিস্টারকে সহযোগিতা করছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি মন্ত্রণালয়,এফবিসিসিআই, কয়েকটি সরকারি-বেসরকারি হাসপাতাল ও বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার টিম। ভেন্টিলেটর তৈরির পুরো প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড।
বিশ্বখ্যাত মেডিকেল সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান মেডট্রনিকের এগিয়ে আসা সত্যি প্রসংশনীয়। বাংলাদেশের মাটিতে ভেন্টিলেটর তৈরীতে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিক্স লিমিটেডের এ-উদ্যোগ জাতীর ক্লান্তি কালে সত্যি অভাবনীয় বলে মন্তব্য করেন দেশের আপামর জনগণ।
বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিনিস্টার হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা এবং এ উৎপাদনের সাথে জড়িত সকলের জন্য শুভ কামনা ও প্রকল্পের সাফল্য কামনা করছে নেটিজনরা।
মহামারি করোনা আক্রমনের এ ক্লান্তিলগ্নে শতভাগ দেশীয় মালিকানধীন শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড জাতির কল্যাণে ভেন্টিলেটর উৎপাদন ও বিপনন প্রক্রিয়া করোনা যুদ্ধ মোকাবেলায় উল্লখযোগ্য ভুমিকা রাখবে অভিমত চিকিৎসা সংশ্লিষ্টদের।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.