প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ১১:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২০, ১১:৩৬ পূর্বাহ্ণ
করোনার আঘাতে আরো এক রেমিট্যান্স যোদ্ধা হারাল দেশ,পুরণ হলনা মসজিদ বড় করার স্বপ্নও

চট্টবাংলা। চন্দনাইশ প্রতিনিধি -ঃ
মহামারি করোনার আঘাতে লন্ড ভন্ড পুরোবিশ্ব। একে একে মৃত্যুপুরিতে পরিনত হচ্ছে প্রায় প্রতিটি রাষ্ট্র। একের পর এক জীবন দিচ্ছে প্রবাসীরা। আর এধারাবাহিকতায় দীর্ঘ হচ্ছে লাশের সারি। স্বজনের আর্তনাতে ভারি হচ্ছে পরিবেশ। কখনো মায়ের চোখের জল, কখনো পিতার কাঁধে পুত্রের লাশ। যেন ধংসলীলায় মেতে উঠেছে পৃথীবি।
এ তালিকায় গতকাল (১৬ এপ্রিল) বৃহস্পতিবার যুক্ত হল আরো এক রেমিট্যান্স যোদ্ধার নাম। তিনি চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী গ্রামের ছৈয়দ জালাল খাঁন মুন্দার (রঃ) পাড়া নিবাসী মরহুম ছৈয়দ আহমদ চৌধুরীর
দ্বিতীয়পুত্র সৌদি আরব প্রবাসী ওবাইদুর রহমান চৌধুরী প্রঃ জুয়েল।
তিনি কোভিড ১৯ (করোনা ভাইরাস) এ আক্রান্ত হয়ে মদিনা অহুদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে মৃত্যুবরণ করেন, ইন্নালইল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজেউন। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৫৮ বছর। আমৃত্যু তিনি ছিলেন চন্দনাইশ সমিতি চট্টগ্রাম'র জন্য নিবেদিত প্রান। ছিলেন কমিটির আজীবন সদস্যও। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন, কানাইমাদারী উন্নয়ন ফোরামের।
মরহুম ওবাইদুর রহমান চৌধুরী প্রঃ জুয়েল ছিলেন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার ঐতিহ্যবাহী কানাইমাদারী গ্রামের ছৈয়দ জালাল খাঁন মুন্দার (রঃ) পাড়ার ছৈয়দ জালাল খাঁন মুন্দার (রঃ) বংশধর। তিনি তৎকালীন জমিদার মরহুম ছৈয়দ ফতেহ অালী চৌধূরী'র (ব্রিটিশ পঞ্চায়েত প্রধান) দ্রোহীত্র। মরহুমের দাদা ছৈয়দ আব্দুল হাকিম চৌধূরীও ছিলেন সমাজে তুমুল জনপ্রিয় ও প্রভাবশালী ব্যক্তি। পিতা মরহুম সৈয়দ আহম্মদ চৌধুরী ( বিএসসি সৈয়দ) ছিলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক ও প্রধান আবহাওয়াবিদ।
এবিষয়ে জানতে চাইলে মরহুমের পারবারিক সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও যুব সংগঠক এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোরশেদ চৌধুরী জানান, মাত্র ৩ মাস আগে ওমরায় গিয়ে তাঁর সাথে যখন কথা হয় দেশে এসে পারিবারিক সম্পত্তি মসজিদের নামে ওয়াকফ্ করে মসজিদ বড় আর উন্নয়ন করার কথা জানায় অথচ আজ সে নাফেরার দেশে। যখন শুধু মাত্র চায়নাতে করোনা ভাইরাস দেখা দিয়েছে সৌদিয়া তথা বিশ্বে করোনা ভাইরাস এর কোন সংকেত পাইনি,তখনই সৌদি আরবে নিজেকে নিরাপদ মনে করতেন জুয়েল। কিন্ত আজ সে সৌদি আরবেই মহামারি করোনা তাঁর প্রান কেড়ে নিল।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন, বন্দরনগরীর শীর্ষ স্থানীয় অনলাইন টেলিভিশন চ্যানেল চট্টবাংলা টিভি পরিবার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদ ও চান্দগাঁও থানা (চট্টগ্রাম) কমিটি। আরো শোক প্রকাশ করেন, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এবং কানাইমাদারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক।
শোক প্রকাশকালে শোকবার্তায় তারা বলেন,
ওবাইদুর রহমান চৌধুরী প্রঃ জুয়েল'র অকাল মৃত্যতে আমরা একজন নিবেদিতপ্রান সমাজকর্মীকে হারালাম। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আমরা শোকাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ্ তাকে জান্নাত নাসিব করুন। আমিন।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.