প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৪, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২০, ১১:৫৭ পূর্বাহ্ণ
কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির উদ্যোগে অসচ্ছল জনগোষ্টির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
চট্টবাংলা। ফটিকছড়ি প্রতিনিধি -ঃ
সারাদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে লকডাউন। বাড়ছে খেটে খাওয়া মানুষের উদ্বেগ, উৎকন্ঠা। ঠিক এমনই সময়ে স্থানীয় বাসিন্দদের মাঝে খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে
কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতি।
সমিতির উদ্যোগে আজ মঙ্গলবার (১৪,এপ্রিল)
করোনা ভাইরাসের কারণে খাদ্য সংকটে পড়া ক্ষতিগ্রস্থ কোঠেরপাড় গ্রামের ১০১ পরিবারের মধ্যে দুর্যোগকালীন উপহার সামগ্রী (খাদ্য) বিতরণ করা হয়।
কোঠের পাড়ার মাস্টার সাধন চন্দ্র বড়ুয়া, জহরলাল বড়ুয়া, শিল্পপতি উদয়ন বড়ুয়া, সংগঠক অাশীষ বড়ুয়া, শিমুল বড়ুয়া, নিপু বড়ুয়া, রনজিত বড়ুয়া, রুনু বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, ডালিম বড়ুয়া, রতন বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, বিশিষ্ট সংগঠক ও ব্যবসায়ী রাজিব বড়ুয়া (নীলয়), সুমন বড়ুয়া, প্রকৌশলী সফল বড়ুয়া, রুবেল বড়ুয়া (তিলক), প্রদীপ বড়ুয়া, প্রকৌশলী বনফুল বড়ুয়া, পিনু বড়ুয়া, অপু বড়ুয়া, শাবলু বড়ুয়া ও শুকচাঁদ বড়ুয়া'র (ভুট্টু) আর্থিক সহযোগিতায় খাদ্য, নগদ অর্থ ও শারীরিক উপহার সামগ্রী প্রদান করা হয়।
এই কার্যক্রমে যাঁরা সহযোগিতা করেছেন, কোঠেরপাড় বৌদ্ধ কল্যাণ সমিতির পক্ষ থেকে সমিতির সাধারণ সম্পাদক সজল বড়ুয়া বাবু সকলকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে সংগঠক ও ব্যবসায়ি রাজীব বড়ুয়া (নীলয়) বলেন, সমাজের সকল বিত্তবানরা এগিয়ে এলে এসময় সকলের সহযোগিতায় আমরা এদূর্যোগ কাটিয়ে উঠবো। জয় হোক মানবতার। জগতের সকল প্রাণী সুখী হোক।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2024 চট্টবাংলা. All rights reserved.