মিলন বৈদ্য শুভ (প্রতিনিধি)
ফটিকছড়ি থানার অন্তর্গত সমিতির হাট ইউনিয়নস্থ ছাদেক নগর দরবার শরীফের প্রবর্তক হাজত রাওয়া, মুশকিল কোশা আশেকে রাসূল হযরত শাহ ছূফী সৈয়দ মোহাম্মদ আবেদ মনছুর শাহ (র:) প্রকাশ শাহ সাহেব কেবলার নির্দেশক্রমে প্রতি বছরের ন্যায় এই বছরও আল্লাহ-রাসুলের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:), পাকপাঞ্জাতন ও বিশ্বের সকল আউলিয়া কেরামের ৪২তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ মহান ১০ ফাল্গুন ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে গাউছিয়া আবেদ শাহ মঞ্জিল প্রাঙ্গণে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। হুজুরের আওলাদ শাহজাদা সৈয়দ মোহাম্মদ আরফাত উদ্দিন শাহ এর ব্যবস্থাপনায়, জমঈতুল আশেকানে আবেদীয়া বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা, আশেক-ভক্ত ও এলাকাবাসির সার্বিক সহযোগিতায় ওরশ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্য ছিল মাজার গোসল, মাজারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া, ওয়াজ মাহফিল, ছেমা মাহফিল, মিলাদ-কিয়াম,গজল হয়। ওরশ শরীফে আয়োজিত মিলাদ মাহফিলে তকরির পেশ করেন মাওলানা আতাউল্লাহ নঈমী, মাওলানা রুহুল আমিন কাদেরী, মাওলানা মোহাম্মদ ইউনুছ আলকাদেরী।
এতে বিশেষ মেহমান ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদ বখতেয়ার উদ্দিন শাহ, ইউপি সদস্য গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু তাহের চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সহ সভাপতি মাওলানা মাসুম রেজ কাদেরী, অর্থ সম্পাদক নুরুল আব্বাস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন, সদস্য আমিনুল ইসলাম চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান সহ আরো অনেকে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.