দুর্জয় বড়ুয়া শান্ত ( প্রতিনিধি )
সচেতন রই — সাইবার স্মার্ট হই” স্লোগানকে প্রতিপাদ্য করে পুনাকের আয়োজনে খাগড়াছড়ি জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ০১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. দিনব্যাপী সাইবার ক্রাইম ও ইভটিজিং বিষয়ক সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জসীম উদ্দিন পিপিএম (ক্রাইম এন্ড অপস্) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়।
এসময় স্কুলগামী শিক্ষার্থীদের নিকট হতে পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয় তাদের বিভিন্ন সমস্যার কথা শ্রবণ করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেগুলো সমাধানের নির্দেশনা প্রদান করেন।
সাইবার নিরাপত্তা ও ইভটিজিং বিষয়ক বিভিন্ন সমস্যার সতর্কতামূলক নির্দেশনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) বলেন, “আমার কোনো মেয়ে নেই, আজ থেকে এই বিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী পুলিশ সুপারের মেয়ে।” তিনি সকল শিক্ষার্থীদেরকে পুলিশ সুপারের মেয়ে পরিচয় দিতে আহ্বান করেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সম্মানীত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন এবং মাধ্যমিক লেভেলের শিক্ষার্থীদের ফেসবুক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতন করে তাদেরকে ফেসবুক ব্যবহারের প্রতি নিরুৎসাহিত করেন। সেই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার জন্য আহ্বান করেন।
তিনি আরও বলেন, “আমার মেয়েদের কেউ হয়রানি করলে, ইভটিজিং বা উত্যক্ত করলে কাউকে ছাড় দেওয়া হবেনা। তাদের বিরুদ্ধে আমাদের দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশ্নোত্তর পর্বে প্রাপ্ত অভিযোগের বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানীত শিক্ষকদের মাঝে জেলার সকল থানার গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার প্রদান করেন এবং বাংলাদেশ পুলিশের জরুরী সেবা—৯৯৯ এ জরুরী প্রয়োজনে কল করার জন্য গুরুত্বারোপ করেন এবং সকল থানা এলাকায় স্কুল/কলেজ শুরু ও শেষের সময় নিয়মিত টহল ডিউটি বৃদ্ধির নির্দেশ প্রদান করেন।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.