প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ১০:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০, ৩:১১ অপরাহ্ণ
নিবন্ধ-ঃ মানবতার ফেরিওয়ালা ডাঃ বি.কে দেওয়ানজী ============== এম এ কোরেশী (শেলু)।

কর্ণফুলি নদীর পাড় ঘেষে দাঁড়িয়ে আছে একটি মানবিক কুঠির। পার্বত্য জেলা রাঙ্গামাটির সবুজে ঘেরা একটি উপজেলা কাপ্তাই। যেখানে কুমারী নদী কর্ণফুলী ঘুমায় যুবা পাহাড়ের বুকে হেলান দিয়ে। একাপ্তাই উপজেলারই একটি ইউনিয়ন চন্দ্রঘোনা। যেখানে জন্ম মানবিক এই কুঠিরের। প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে মানবিকতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছে " চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতাল"।
এই খ্রীস্টিয়ান হাসপাতালে কর্মরত ছিলেন ডাক্তার বি কে দেওয়ানজী। দীর্ঘ পেশাগত জীবনের সময়টাতে তাঁকে দেখেছি সাধারণ রোগী ছাড়াও জঠিল কোন রোগী সনাক্ত হলে যদি সে রোগীর অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তাকে ওটিতে ( অপারেশন থিয়েটার) নিয়ে তাৎক্ষণিক সাফল্যের সাথে অপারেশন করিয়ে হাসপাতালের বেডে নার্সদের সহযোগিতায় নিজে রোগীকে শুইয়ে দিতে।
এরকম ঘটনা আমার চোখে দেখেছি অসংখ্যবার। অসাধারণ ডাক্তার ছিলেন তিনি। হতভাগ্য,খেটে খাওয়া মানুষের নিশ্চিত আশ্রয়স্থল। মানুষদের পাশে থাকতে পছন্দ করতেন। শুধু ডাক্তারিতে সীমাবদ্ধ থাকেননি তিনি। সমাজ সেবক, শিক্ষানুরাগী ও মানবিক সেবায় নিয়োজিত ছিলেন,এখনো আছেন। পাশাপাশি নিজের ব্যাপ্তী বাড়িয়েছেন শুদ্ধ সাংস্কৃতির প্রসার আর ক্রীড়া ব্যাক্তিত্ব হিসেবেও। নিরলসভাবে কাজ করে চলেছেন সামসজিক অবক্ষয়রোধেও। তাইতো সাদা মনের এমানুষটি এলাকাবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন বারংবার। জীবনের এই পড়ন্ত বেলায়ও এলাকাবাসির শ্রদ্ধা আর ভালোবাসার একটাই নাম ডাক্তার দেওয়ানজী।
দীর্ঘকাল যাবত দেখেছি, বিভিন্ন জটিল রোগীরা এ ডাক্তারের আশ্রয় নেন। এখনো সেবা দিয়ে যাচ্ছেন। করোনা ভাইরাস প্রতিরোধে ঝুঁকি নিয়ে ঝাপিয়ে পড়েছেন রোগীদের সেবায় মানবতার বাতিঘর ডাঃ দেওয়ানজী। কোনো রোগী এই চিকিৎসকের সেবা পায়নি,এ অভিযোগ কেউ করতেও দেখেনি। পুরোদস্তুর প্রস্তুতি নিয়ে সচেতন থাকার জন্যে তিনিও মানবিক মানবতার সেবায় চট্টগ্রাম রাঙ্গুনিয়া দোভাষী বাজার এ চেম্বারের দরজা খুলে দিয়েছেন। অনেক দুঃস্থ, আর্থিক অসচ্ছল জনগোষ্ঠীকে বিনামূল্যেও চিকিৎসা দিয়ে চলছে ডাঃ বি কে দেওয়ানজী।
কতোবার যে, নিজের শারীরিক সংকটময় অবস্থায় তাঁর কাছে ছুটে গিয়ে চিকিৎসা নিয়েছি। পেয়েছি সুস্থতাও। এপ্রমান ভুরিভুড়ি। অথচ স্কুল, কলেজে পড়ার সময়ে কতবার যে দুঃখ দিয়ছি তা আমি নিজে জানতেই পারিনি, কাউকে জানানোর প্রয়োজনও মনে করেননি তিনি। মানবিকতার ফেরিওয়ালা, মানবতার দিশারি ডাক্তার দেওয়ানজী। অসাম্প্রদায়িক চেতনার একজন সাদাসিধা কাজ পাগল মানুষ। রোগীদের কাছে তিনি দেবতুল্য। তুমুল জনপ্রিয় একজন মানবিক ডাক্তার।
মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে যাচ্ছেন প্রতিনিয়ত, প্রতিক্ষন। এ মহানুভব মানুষটি বেঁচে থাকুক আরো শত বছর। তাঁর মানবিক এগিয়ে যাওয়া অম্লাণ থাক যুগ থেকে যুগান্তর। তাঁর মানবিকতার মশালের আলোয় আলোকিত হোক চিকিৎসা সেবাপ্রার্থী মানুষগুলোর গৃহকোণ। ডাক্তার বি কে দেয়ানজী'র জন্য শ্রদ্ধা,শুভেচ্ছা ও ভালোবাসা।
লেখক-ঃ
সংবাদিক ও সংগঠক।
উপজেলা প্রতিনিধি (রাঙ্গুনিয়া)
দৈনিক দেশ রুপান্তর।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.