চট্টগ্রামে নৌকার মনোনয়ন পেলো যারা
চট্ট বাংলা ডেক্স
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নাম ঘোষণা করছেন তিনি।
চট্টগ্রাম-১ আসনের বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি দলের মনোনয়ন বোর্ডেরও সদস্য।দ্বাদশ সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ার মোশাররফ দলীয় মনোনয়ন সংগ্রহ করেননি। নিজের আসনে ছেলে মাহবুব রহমান রুহেলের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। শেষ পর্যন্ত রুহেলই পেয়েছেন নৌকার টিকেট।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে এবার দলের মনোনয়ন পেয়েছেন খাদিজাতুল আনোয়ার সনি। বর্তমানে তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। প্রয়াত আওয়ামী লীগ নেতা রফিকুল আনোয়ারের মেয়ে সনি এবার নৌকা প্রতীকে প্রার্থী হচ্ছেন। তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারি বর্তমানে এ আসনের সংসদ সদস্য।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে এবার দলের মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুন। তিনি উত্তর জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান। সংসদ সদস্য পদে দলের মনোনয়ন পেতে ৩০ অক্টোবর উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মামুন।
এস এম আল মামুনের বাবা এ বি এম আবুল কাশেম মাস্টার সীতাকুণ্ড আসন থেকে একাধিকার আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হয়েছিলেন। সীতাকুণ্ড আসনের বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম গত দুই নির্বাচনে নৌকার প্রার্থী হয়ে জয়লাভ করেন। তিনি উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য। চট্টগ্রাম সিটির সাবেক মেয়র মনজুর আলম তার চাচা।
চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনে এবার মনোনয়ন পেয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। তিনি চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। ২০০৮ সাল থেকে টানা তিনবার তিনি এই আসনে বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে আওয়ামী লীগ এবার প্রার্থী করেছে পটিয়া উপজেলার সদ্য সাবেক চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। দলের প্রার্থী হতে তিনি পদ ছাড়েন গত সপ্তাহে। মোতাহেরুল দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি।এই আসনের বর্তমান সংসদ সদস্য শামসুল হক চৌধুরী। তিনি টানা তিনবার এই আসনের সংসদ সদস্য। এবারও তিনি দলের মনোনয়ন চেয়েছিলেন। চট্টগ্রামের বাকি ১১টি আসনে বর্তমান সংসদ সদস্যরাই দলের মনোনয়ন পেয়েছেন।
তারা হলেন- চট্টগ্রাম-৩ সন্দ্বীপ আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৬ রাউজান আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ বোয়াখালী-চান্দগাঁও আসনে নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ কোতোয়ালী-বাকলিয়া আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ ডবলমুরিং-হালিশহর আসনে মহিউদ্দিন বাচ্চু,চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনে এম এ লতিফ, চট্টগ্রাম-১৩ আনোয়ারা আসনে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী এবং চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে নৌকার মাঝি হয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.