মো ইয়াছিন আকাশ (পটিয়া প্রতিনিধি)
মানবতার চেতনায় উজ্জীবিত হোক মানবপ্রাণ এই স্লোগানকে সামনে রেখে পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানবতায় পটিয়া এর উদ্যোগে সংগঠনের সিনিয়র সদস্য রুহুল মোমিন খান(টিপু) সভাপতিত্বে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গত ১৬ জুন পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে রক্তদাতা সম্মেলন ২০২৩ইং অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইসলামী ব্যাংক উলুখোলা শাখা এর শাখা ব্যবস্থাপক ও এভিপি জনাব ফজলুল কবির চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন প্রফেসর এ বি এম আবু নোমান স্যার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব গোফরান রানা ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও পটিয়া জেনারেল হাসপাতালের এমডি ডাঃএমদাদুল হাসান, আরো উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক সনজয় সেন সহ মানবতায় পটিয়ার এডমিন, মডারেটর ও সদস্যবৃন্দ।
এসময় বক্তারা বলেন, ১৯শে মার্চ ২০১৭ সালে সময়ে এই মানবিক সংগঠনটি চট্টগ্রামের পটিয়াতে আত্মপ্রকাশের মূল লক্ষ্য ছিল পটিয়ায় সহ সমগ্র জায়গায় ব্লাড ডোনেট, ব্লাড ম্যানেজ, অসহায় জনগণের সহযোগিতা ও উন্নয়নমূলক কাজ করা।তারই ধারাবাহিকতায় সংগঠনটি তাদের সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে মানুষের কাছে নন্দিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মানবতায় পটিয়া সংগঠন হতে ১০৪ জন সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.