দুর্জয় বড়ুয়া শান্ত (খাগড়াছড়ি প্রতিনিধি)
খাগড়াছড়ি ক্ষুদ্র- ন-গোষ্ঠী, মারমাদের পানি খেলার মধ্যদিয়ে সাংগ্রাই উৎসব শুরু হয়। মারমা উন্নয়নের সংসদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, পানি খেলা নাচ গান নানা আয়োজনের মধ্যদিয়ে খাগড়াছড়ি বসবাসরত মারমা ও রাখাইন জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসব শুরু হয়েছে।
শুক্রবার সকালে ১৪ এপ্রিল খাগড়াছড়ি জেলা শহরের পানখাইয়া পাড়া থেকে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এই শোভাযাত্রাটি খাগড়াছড়ি শাপলা চত্বর ঘুরে আবার পানখাইয়া পাড়ায় এসে শেষ হয়।পরে পানি খেলা অনুষ্ঠিত হয়।এ সময় শোভাযাত্রার উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
এই সময় আর উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা,উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমদ, উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মাংসুইপ্রু চৌধুরী অপু, উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.সাহিদুজ্জামান, পুলিশ সুপার মো.নাইমুল হক, পৌরসভার মেয়র নির্মলেনাদু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, বাশঁরি মারমাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন এই সময়।
মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জনপ্রিয় মারমাদের পানির উৎসব। এদিনে পানি খেলার পাশাপাশি নাচ- গানে পরস্পরকে ভালোবাসা ও শুভেচ্ছা সিক্ত করেন তারা। ঠিক এভাবে পুরাতনকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে পাহাড়ের মানুষ মেতে উঠে বৈসাবি উৎসবে।বৈসাবি উৎসব উপভোগ করতে এ বছর খাগড়াছড়ি এসেছে দেশি-বিদেশি বিপুল সংখ্যক পর্যটক। তারা এইসব দেখে খুবই আনন্দিত। বৈশাখের এক পাহাড়ি জনগোষ্ঠীর জন্য হলেও এখন সর্বজনীন ও জাতীয় উৎসবের পরিণত হয়েছে । এই উৎসবের মধ্য দিয়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো সুদৃঢ় হোক এ প্রত্যাশা সকলের।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.