অভি পাল,প্রতিনিধি
চট্টগ্রাম জেলার বন্দর থানাধীন উত্তর পতেঙ্গা মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর নাম হতে মুক্তিযুদ্ধ কালীন সময়ে চট্টগ্রাম জেলার শান্তি কমিটির প্রধান ও যুদ্ধাপরাধী মাহমুদুন্নবী চৌধুরীর নাম বাতিলের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ,চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক ডক্টর বিপ্লব গাঙ্গুলী। উত্তর পতেঙ্গা মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক বরাবরে ৩০ মার্চ ২০২৩ তারিখে প্রেরিত এক পত্রে তিনি উল্লেখ করেন 'বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পতেঙ্গা ইউনিট কমান্ড ও স্বাধীনতা শিক্ষক পরিষদ , চট্টগ্রাম এর আবেদন এবং বাংলামিডিয়া ,বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ হতে প্রাপ্ত তথ্য ও পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ ও বিভিন্ন তথ্যের আলোকে নিশ্চিত হওয়া গেছে যে মাহমুদুন্নবী চৌধুরী শান্তি কমিটির প্রধান ছিলেন এবং প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমতাবস্থায় মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে বিদ্যালয়টি হতে মুক্তিযুদ্ধ বিরোধী মাহমুদুন্নবী চৌধুরীর নাম বাদ দিয়ে আগামী ৭ দিনের মধ্যে যৌক্তিক নাম প্রস্তাব করার জন্য বলা হল' ।
উল্লেখ্য মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে শিক্ষা প্রতিষ্ঠান হতে যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের নাম বাদ দেওয়ার লক্ষ্যে হাটহাজারী ফজলুল কাদের চৌধুরী ইনস্টিটিউট হতে যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধ বিরোধী ফজলুল কাদের চৌধুরীর নাম , বন্দর থানাধীন উত্তর পতেঙ্গা মাইজপাড়া
মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় হতে যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধ বিরোধী মাহমুদুন্নবী চৌধুরীর নাম এবং চন্দনাইশ উপজেলাধীন চন্দনাইশ পৌর সদরে অবস্থিত ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় হতে রাষ্ট্রভাষা বাংলা বিরোধী ও পাকিস্তানের গভর্নর জেনারেল কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ'র বোন ও পাকিস্তানি নাগরিক ফাতেমা জিন্নাহ'র নাম বাদ দেওয়ার জন্য স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের মাননীয় চেয়ারম্যান ,সচিব ও বিদ্যালয় পরিদর্শক বরাবরে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ ও সিটি কর্পোরেশন শাখা এবং প্রধান শিক্ষক পরিষদ-চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দকে নিয়ে এক স্মারকলিপি প্রদান করেন।এর ধারাবাহিকতায় উত্তর পতেঙ্গা মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় হতে মুক্তিযুদ্ধ বিরোধী মাহমুদুন্নবী চৌধুরীর নাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, হাটহাজারী ফজলুল কাদের চৌধুরী ইনস্টিটিউটে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান বন্ধ রয়েছে এবং মাধ্যমিক পর্যায়ে ফজলুল কাদের চৌধুরীর নাম এবং চন্দনাইশ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাকিস্তানি নাগরিক ফাতেমা জিন্নাহ'র নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি অধ্যাপক পার্থ সারথি চৌধুরী এ ব্যাপারে বলেন ,
চট্টগ্রাম জেলার বন্দর থানাধীন উত্তর পতেঙ্গা মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর নাম হতে মুক্তিযুদ্ধ কালীন সময়ে চট্টগ্রাম জেলার শান্তি কমিটির প্রধান ও যুদ্ধাপরাধী মাহমুদুন্নবী চৌধুরীর নাম বাতিলের নির্দেশ দেওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন,দেশে কোথাও যুদ্ধাপরাধীদের নামে কোনো প্রাথমিক বিদ্যালয় থাকা উচিৎ হবে না। যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত ব্যক্তির নামে কোনো প্রাথমিক বিদ্যালয় আছে কিনা তা খতিয়ে দেখার অনুরোধ জানান।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2024 চট্টবাংলা. All rights reserved.