অভি পাল (প্রতিনিধি)
চট্টগ্রাম আদালত পাড়ার পরিচিত মুখ অ্যাডভোকেট সোমেশ চন্দ্র দাশ ।আইন পেশার উন্নয়ন ও গবেষণায় তিনি অনবদ্য ভূমিকা রাখছেন। সাধারণ জনগণকে আইনী সেবা প্রদান ও ন্যায়বিচার প্রাপ্তিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি তার জীবনের গল্প শুনিয়েছেন।
তিনি বলেন ,ছোটবেলা থেকেই আইনজীবী হওয়ার জন্য মা বাবা উৎসাহ দিতেন। মূলত মা বাবার ইচ্ছেতেই আইনি পেশাতে আসা।
আইন পেশা স্বাধীন ও চ্যালেঞ্জিং পেশা মনে হয়েছে। আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। এ কারণেই আইন পেশা বেছে নেওয়া।
তিনি আরো বলেন,বিনা পরিশ্রমে যেমন পাহাড়ের চূড়ায় উপনীত হতে পারেন না পর্বতারোহী তেমনি কষ্ট করা বা পরিশ্রম ছাড়া জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যগুলো অর্জন করা কারো পক্ষে সম্ভব নয়।বরং সংকটের মোকাবেলায় দৃঢ়তা এবং ব্যাপক চেষ্টা-প্রচেষ্টা চালানো দরকার ।আমি কখনও ধৈর্যহীন ও নিরাশ হয়নি।কারণ আমি জানাতাম ধৈর্য্যের ও সংগ্রামের ফল সাধারণতঃ খুবই মিষ্টি হয়ে থাকে।
আদর্শ আইনজীবীর গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন,আইন পেশা চ্যালেন্জিং। প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হয়।আদর্শ আইনজীবী হতে হলে তাঁকে কৌশলী, বিচক্ষণ, গভীর জ্ঞানী সর্বোপরি ধৈর্যশীল হতে হবে ।
তরুণ আইনজীবী যারা নতুন আইন পেশায় আসতে চায় তাদেরকে উদ্দেশ্যে করে তিনি বলেন যারা শর্টকাট পথ খোঁজেন, তাদের জন্য আইন পেশা নয়।অল্পতে হতাশ হয়ে পড়লে চলবে না এ পেশায় লেগে থাকতে হবে।নিষ্ঠা, সততা, একাগ্রতা থাকলে যেকোনো চাওয়াই পূরণ হবে। তরুণ আইনজীবীদের শুরুতে টাকা আয়ের পেছনে ঘুরার প্রয়োজন নেই। জ্ঞানের পেছনে নজর দিতে হবে। সময় আসবে টাকা ইনকাম করার। টাকা একদিন পেছনে ঘুরবে।তবে আইনজীবী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। সাফল্য নয়, সার্থকতায় বিশ্বাসী হতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন
জীবন মানেই সংগ্রাম। আর এ সংগ্রামে টিকে থাকতে হলে, জয়লাভ করতে হলে, পরিশ্রম ছাড়া বিকল্প নেই। মানুষ ইচ্ছা করলেই নিরলস প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম দ্বারা নিজের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারে।মেধা ও স্বপ্নের যোগ হলে সফলতা আসবেই। তাই
সাফল্য অর্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.