আহমেদ কামাল আফতাব।
ক্রীড়া প্রতিবেদক, চট্টবাংলা ডট কম-ঃ
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল।
এই আয়োজনকে সামনে রেখে চুড়ান্ত করা হয়েছে প্রতিটি দলের জন্য করা হয়েছে আলাদা আলাদা স্কোয়াড। এবার দেখে নেয়ার পালা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল এর গঠন করা স্কোয়াডে কারা থাকছেন এইবার।
চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসিস, সুরেশ রায়না, কেদার যাদব, এন জগদেশন, মুরলী বিজয়. ঋতুরাজ গাইকোয়াড়, এম এস ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনার, মনু সিংহ, হরভজন সিংহ, ইমরান তাহির, কর্ণ শর্মা, লুঙ্গি এনগিডি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, কেএম আসিফ, পিযুষ চাওলা, স্যাম কুরান, জস হ্যাজেলউড, আর সাই কিশোর।
দিল্লি ক্যাপিটালস : শিখর ধবন, আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, অক্ষর পটেল, হর্ষল পটেল, আর অশ্বিন, অমিত শর্মা, সন্দীপ লামিছানে, কাগিসো রাবাডা, ইশান্ত শর্মা, কিমো পল, আবেশ খান
নিলামে যাঁদের নেওয়া হয়েছে: শিমরন হেটমেয়ার, মারকাস স্টোয়নিস, অ্যালেক্স ক্যারি, জেসন রায়, ক্রিস ওকস, মোহিত শর্মা, তুষার দেশপান্ডে, ললিত যাদব।
কিংস ইলেভেন পঞ্জাব : কে এল রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক অগ্রবাল, করুণ নায়ার, মনদীপ সিংহ, নিকোলাস পূরন, সরফরাজ খান, মুরুগান অশ্বিন, মুজিব উর রহমান, কে গৌতম, জে সুচিত, হরপ্রিত ব্রার, মহম্মদ শামি, হারদুস ভিলজোয়েন, অক্ষরদীপ সিংহ, দর্শন নলকাণ্ডে, গ্লেন ম্যাক্সওয়েল, শেলডন কোট্রেল, রবি বিষ্ণোই, প্রভসিমরন সিংহ, দীপক হুডা, জেমস নিশাম, ইশান পোড়েল, ক্রিস জর্ডন, তাজিন্দার ধিলোঁ।
কলকাতা নাইট রাইডার্স : শুভমান গিল, সিদ্দেশ লাড, অ্যান্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, রিঙ্কু সিংহ, নীতীশ রানা, সুনীল নারিন, কুলদীপ যাদব, হ্যারি গার্নি, লকি ফার্গুসন, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, প্রসিধ কৃষ্ণ, সন্দীপ ওয়ারিয়র, প্যাট কামিন্স, ইয়ন মর্গ্যান, বরুণ চক্রবর্তী, টম ব্যান্টন, রাহুল ত্রিপাঠী, প্রবীন তাম্বে, এম সিদ্ধার্থ, ক্রিস গ্রিন, নিখিল নায়েক।
মুম্বই ইন্ডিয়ান্স :রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কুইন্টন ডি কক, আদিত্য তারে, আনমোলপ্রিত সিংহ, কায়রন পোলার্ড, ইশান কিষাণ, শেরফেন রাদারফোর্ড, হার্দিক পান্ড্য, ক্রুণাল পান্ড্য, রাহুল চাহার, জয়ন্ত যাদব, অনুকূল রয়, জসপ্রিত বুমরাহ, লাসিথ মালিঙ্গা, ট্রেন্ট বোল্ট, ধবল কুলকার্নি, মিচেল ম্যাকক্লিনেঘান, নাথন কুল্টার নাইল, ক্রিস লিন, সৌরভ তিওয়ারি, মহসিন খান, দিগ্বিজয় দেশমুখ, প্রিন্স বলবন্ত রাই সিংহ।
রাজস্থান রয়্যালস : জস বাটলার, স্টিভ স্মিথ, সঞ্জু স্যামসন, মনন ভোহরা, রিয়ান প্রয়াগ, বেন স্টোকস, মাহিপাল লোমরোর,শশাঙ্ক সিংহ, শ্রেয়স গোপাল, রাহুল তেওয়াটিয়া, মায়াঙ্ক মারকাণ্ডে, জোফরা আর্চার, অঙ্কিত রাজপুত, বরুণ অ্যারন, রবিন উথাপ্পা, জয়দেব উনাদকট, যশস্বী জয়সওয়াল, কার্তিক ত্যাগি, অ্যান্ড্রু টাই, টম কুরান, অনুজ রাওয়াত, ডেভিড মিলার, ওশেন থমাস, আকাশ সিংহ, অনিরুদ্ধ জোশি।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, দেবদুত পাডিক্কাল, পার্থিব পটেল, গুরক্রিত সিংহ মান, মইন আলি, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগি, উমেশ যাদব, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, ক্রিস মরিস, অ্যারন ফিঞ্চ, ডেল স্টেইন, কেন রিচার্ডসন, ইসুরু উদানা, জোসুয়া ফিলিপে, পবন দেশপান্ডে।
সানরাইজার্স হায়দরাবাদ : ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টো, মণীশ পান্ডে, শ্রীবত্স গোস্বামী, ঋদ্ধিমান সাহা, বিজয় শঙ্কর, মহম্মদ নবি, অভিষেক শর্মা, রশিদ খান, শাহবাজ নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, খলিল আহমেদ, সন্দীপ শর্মা, বাসিল থাম্পি, টি নটরাজন, বিলি স্ট্যানলেক, মিচেল মার্শ, প্রিয়ম গর্গ, বিরাট সিংহ, ফ্যাবিয়ান অ্যালেন, সন্দীপ বাভানকা, আব্দুল সামাদ, সঞ্জয় যাদব।
সূত্রঃ বাংলাওয়াশক্রিকেট
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.