অভি পাল (প্রতিনিধি)
বাংলাদেশ হিন্দু যুব পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালি থানার হরিজন সম্প্রদায় কমপ্লেক্স হল রুমে পরিচিত সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সুজন নাথ হাজারীর সভাপতিত্বে এবং নয়ন রায় রাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগ ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাপশ দাশ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু পরিষদ চট্টগ্রাম মহানগর সভাপতি এডভোকেট প্রদীপ দাশ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও মানবাধিকার সংস্থা চট্টগ্রাম বিভাগীয় পরিচালক স্বপন কুমার মল্লিক, ও জাতীয় স্বাধীনতা পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব দিপক কুমার পালিত, হিন্দু পরিষদ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিকাশ কান্তি দাশ, হিন্দু পরিষদ মহানগর সাধারন সম্পাদক প্রকৌশলী রুবেল দাশ, হিন্দু মহাজোট চট্টগ্রাম জেলার সহ সভাপতি প্রদীপ দত্ত কনক, জ্যোতি মল্লিক বাবু স্বপন কুমার দাশ, জগন্নাথ দাশ ঝর্না,শারমান দাশ লাল,নিতাই ভট্টাচার্য, সুজিত তালুকদার মেম্বার, দেবরাজ দত্ত ডেবিট, ডালিম ধর,পলাশ দাশ, নয়ন ধর, মৃত্তুঞ্জয় চক্রবর্তী,রুদ্র শর্মা, শম্ভু নাথ,সঞ্জয়, আশীষ নাথ,রাজশ্বর চৌধুরী, সনাতন নাথ,নয়ন নাথ,নয়ন কর্মকার,চন্দন চক্রবর্তী,টুম্পা চৌধুরী, অনিক দত্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন,কথায় আছে দশের লাঠি একের বোঝা । একটি নির্দিষ্ট সময়ে দশজনে যে কাজ করতে পারে একজনের পক্ষে তা অসম্ভব । কোনো কোনো কাজ করতে অনেক লোকের প্রয়োজন হয় , সেসব কাজ আমরা একাই করতে পারি না। সেক্ষেত্রে অনেকের সমষ্টিগত প্রচেষ্টা দরকার।তাই সংঘটনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংঘটনের শক্তি বৃদ্ধি পাবে।আমরা এই সংঘটনের মাধ্যমে অসহায়,হতদরিদ্র,অত্যাচারিত,নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিব।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.