অভি পাল (প্রতিনিধি)
গত ২৩ নভেম্বর মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ড.আ ক ম জামজল উদ্দীন ও সাধারণ সম্পাদক সাবিহা মাহফুজ নীলা ২ বছরের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলার ৭১ সদস্যের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে মোঃ এহছানুল করিম সভাপতি ও মঞ্জুর আহমেদ খোকনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলার সদ্য নির্বাচিত মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি এহছানুল করিম বলেন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার প্রজন্মকে এক সুঁতোয় গাঁথায় মুক্তিযুদ্ধ মঞ্চ এর অন্যতম প্রধান লক্ষ্য । মুক্তিযোদ্ধাদের তাদের প্রাপ্ত সম্মান সুযোগ পাইয়ে দিতে জীবন বাজি রেখে হলেও কাজ করে যাবো। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে এ কমিটি কাজ করে যাবে আগামীতে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সহ- সভাপতিঃ আনিসুর রহমান তাসকিন, সহ-সভাপতিঃ আহমেদ রউপ, সহ-সভাপতিঃ ইয়াছিনুল কবির আসিফ, সহ-সভাপতিঃ সিফাতুল ইসলাম, সহ-সভাপতিঃ মোরশেদুল আলম,সহ-সভাপতিঃ সেফায়েত উল করিম,সহ- সভাপতিঃ তানভীর চৌধুরী,সহ- সভাপতিঃ ফয়সাল আলম,সহ-সভাপতিঃ খোরশেদুল ইসলাম,সহ- সভাপতিঃ ইসমাইল শিকদার এবং যুগ্ম সাধারন সম্পাদকঃ আদনান উদ্দিন চৌধুরী (প্রমি), যুগ্ম-সাধারন সম্পাদকঃ রাকিব চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদকঃ মোহাম্মদ বেলাল হোসেন,যুগ্ম- সাধারন সম্পাদকঃ মিরছাদ মাহমুদ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জিয়াউল আবছার কোষাধ্যক্ষ আছাদুজ্জমান আছাদ।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.