মো. বাবু চৌধুরী (ওমান প্রতিনিধি)
আহলে সুন্নাত ওয়াল জামাআ'ত মতাদর্শ ভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক সংগঠন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একেএমবি) সালতানাত অব ওমান কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় ২১ই অক্টোবর শুক্রবার বাদে এশা হইতে ওমানের রাজধানী 'মাসকাট, রুই এলাকার একটি অভিজাত রেস্টুরেন্ট এর হল রুমে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২০২২ উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়। উক্ত ঈদে- মিলাদুন্নবী (দঃ) মাহফিলে একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ সেলিম আবদুল্লাহ এর সভাপতিত্বে ও হাফেজ মুহাম্মদ নুরুল ইসলাম এর কোরাআন তেলাওয়াতও নাত-এ রাসূল (ﷺ) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম সাহেব। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, একেএমবি কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল। বিশেষ বক্তা হিসবে উপস্থিত ছিলেন একেএমবি ওমান কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সিফাত আলমদার পাশা। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ বাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একেএমবি ওমান কেন্দ্রীয় সম্মানিত অর্থ সম্পাদক মুহাম্মদ আবু শাহাদাৎ। আরো উপস্থিত ছিলেন একেএমবি নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুল আবছার ও মুহাম্মদ আলমগীর প্রমূখ। বক্তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের বিকল্প মুক্তির কোন পথ নেই। প্রধান অতিথির বক্তব্যেই মাওলানা মুহাম্মদ ইব্রাহীম বলেন, রাসূল (দঃ) আদর্শীক নেতৃত্বে তাবৎ পৃথিবী হয়ে ওঠে শান্তির জনপদ। গোটা বিশ্বই পরিনিত হয় সকলের বাসযোগ্য আবাসস্থল। তাই রাসূল (দঃ) আগমনে খুশি উৎযাপন করাটা নৈতিক দায়িত্ব নয়; বরং ঈমানের দাবি ও বটে। সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম তাহেরী বলেন, বিশ্ব ভূখন্ড যখন অত্যাচার নির্যাতন, কুফুরি, শিরক, বাতুলতার অন্ধকারে নিমজ্জিত বিশ্বমানবতা যখন হুমকির সম্মুখীন অন্যায়, লুটতরাজ মারামারি হানাহানিতে যখন সমাজ ঘোর তমাসাবছন্ন ঠিক তখনই মানবতার মুক্তির লক্ষ্যে এ ধরাধমে দু'জাহানের বাদশা নবী মুহাম্মদ (দঃ) তশরিফ হয়ে সমস্ত পৃথীবেকে আলোকিত করেছেন। মুহাম্মদ রফিকুল ইসলাম দুলাল বলেন, আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন আল্লাহ ও তার প্রিয় হাবীব (দঃ) আদর্শকে সমাজ ও রাষ্ট্রে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুহাম্মদ সিফাত আলমদার পাশা বলেন, রাসূল (দঃ) শুভাগমনের আহবান বিশ্বের নির্যাতিত মানুষেরা ফিরে পাক তাদের ন্যর্য অধিকার তিনি আরও বলেন, বিশ্বের সকল সমাজ ও রাষ্ট্র হোক সন্ত্রাস, অশ্লীলতা, হিংসা, বিদ্বেষ, দুনীর্তি, দুঃশাসন, হানাহানি, মারামারি, উগ্রতা ও যুদ্ধমুক্ত শান্তির বিশ্ব গড়ে উঠুক। এবং রাসূল (দঃ) এর আদর্শ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটিয়ে সমাজ ও রাষ্ট্র কায়েম করাই মিল্লাদুন্নবী( দঃ) শিক্ষা। পরিশেষে, দূর দূরান্ত থেকে মিলাদুন্নবী (দঃ) মাহফিলে আগতদের ধন্যবাদ জানিয়ে মুসলিম উম্মাহ, দেশ, জাতির মঙ্গল কামনা করে মুনাজাত করেন প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ ইব্রাহীম সাহেব। পরে সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.