সোমবার , অক্টোবর ৭ ২০২৪
শিরোনাম
Home / অন্যান্য / সখের ফুল বা ফলের গাছে ছাতরা পোকা (মিলিবাগ) আক্রমন ঠেকাতে ঘরোয়া সমাধান

সখের ফুল বা ফলের গাছে ছাতরা পোকা (মিলিবাগ) আক্রমন ঠেকাতে ঘরোয়া সমাধান

নুর আলম সিদ্দিক।
আমাদের যাদের বাগানের সখ, তারা হঠাৎ করেই একদিন দেখি আমাদের ফল বা ফুলের গাছে এক ধরনের পোকার আক্রমন ঘটেছে। পোকাটা দুধের মত সাদা বর্ণের। পাউডার জাতীয় এক ধরনের মতো বস্তু দ্বারা দেহ ঢাকা থাকে। এপোকা গাছের ডগা, কান্ড, কলি, পাতার সাথে লেগে থাকে। এটাই হলো মিলিবাগ, যা আমরা ছাতরা নামে চিনি ।
এই ছাতরা পোকার আক্রমণে পাতা, ফল ও ডালে সাদা সাদা তুলার মত দেখা যায়। অনেক সময় পিঁপড়া দেখা যায়। এই পোকা কচি ফল, ফুলের কলি, পাতা ও ডালের রস চুষে নেয়। ফলে গাছ দুর্বল হয়। যার ফলে অনেক সময় পাতা ও ফুলের কলি ঝরে যায় এবং ডাল মরে যায়। গাছের সজীবতা ম্লান হয়ে যায়, পাতাগুলো কালোর মতো হয়ে যায়।
এ পোকার আক্রমন ঠেকাতে সপ্তাহে একবার সাবানযুক্ত পানি স্প্রে করতে হবে । স্প্রে তৈরি করতে অল্প মাত্রার ক্ষার আছে এমন দের চা চামুচ লিকুইড সাবানের সাথে চার কাপ পানি মেশাতে হবে। গাছের আক্রান্ত অংশে সরাসরি স্প্রে করতে হবে। আর মনে রাখা ভালো, তীব্র রোদের মধ্যে এ স্প্রে ব্যবহার না করে সন্ধ্যার পর বা ভোরে এই স্প্রে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।
আর যদি গাছে এ পোকার আক্রমন ঘটে তাহলেও সাবান যুক্ত পানি স্প্রে করতে হবে । অথবা আধাভাঙ্গা নিমের বীজ পরিমান মতো ( ২৫ গ্রাম এক লিটার পানিতে) একদিন অথবা বারো ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি সাতদিন পর পর আক্রান্ত গাছে স্প্রে করতে হবে। তিন চারবার স্প্রে করলেই এ পোকা ধ্বংস হয়ে যাবে।
কিংবা তামাকের গুড়া, যেটাকে আমরা গুল নামে চিনি। এই গুল সাবান আর নিমের রসের সাথে পানিতে গুলিয়ে স্প্রে করলে বেশি কার্যকরী ফল পাওয়া যাবে। তবে মনে রাখতে হবে, আক্রান্ত অংশ পোকাসহ তুলে ধ্বংস করতে হবে।
সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গাছ পোকামুক্ত রাখুন। গাছময় পৃথিবী গড়তে – গাছকে ভালোবাসুন।
লেখক -ঃ ছাদকৃষি উদ্যোক্তা।