প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২০, ১:৪০ অপরাহ্ণ
আই গেইয়ে মাইল্ল্যাপিড়া

কন্ডে গেলা,দুঁড়ি আইও
ও বোচাইয়ার বাপ
চাইরো পা'লদি কি ফুনা যার
আর ন পাইবা মা'ফ
করোনা ত আই গেইয়ে
আঁরার চাডিগাঁত !
পাড়া বেড়ন বন্ধ গর
কল্লা ঘলঅ গাতথাত
বোচাইয়া কই - অ বোচনি
শাই দরজাত তালা -
আছেনি চ, নইলে মারঅ
চাইচিতি ভালা
লকডাউন'র মানে এহন
বুইজদ্যা লাইগ্যুনা ?
তালা লাগাই চাবি লুকঅ
নাকত মুখত ঢাকনা
গাগঁডাই বোউত গৈজ্জ্যু
ধর্ম ধর্ম গরি
ঘরর ভিতুর ধর্ম গৈর্ল্লে
আল্লা যায়না মরি
ওআল্লা তুঁই বিচার গর
অ ভগবান কঅ
কইল্যা গাধা মুরুক্ষু লই
আঁর বসবাস চঅ !
এক জনরত্তুন গোডা দেশগান
আইল্যা পোড়া পুড়িবু
নিজেতো শেষ অই যাইবুগৈ
ভাইবেরাদর মারিবু ।
ঘুম ন ধরের আইংগ্যা রাইতৎ
মনর ভিতর ভুডভুডি
পাড়ার মোড়ত লাহা তোঁয়ার
আবভুডি ঝাপভুডি
ছাড়না ব্যাক আদি কিস্তা
কোন কিতাবত কি কোইল
বাই কিস্তার পোননান মারঅ
দেহরনা কি অইল !
অ বোচাইয়া - ও বোচনি
তাড়াতাড়ি ছাদত যা
আড়াইল্ল্যা পাড়াইল্ল্যা অল
কন কন্ডে আছে চা।
আরো একখান কথা কোইর
তুঁইতো মোল্লা কাট
এয়ার পরে দেশত আইবু
ছিয়াত্তোর'র রাট
অজাগ ন'ইলে সময় মত
পরে কি আর গড়িবা
কোই গেলাম এ বাঁদির ঝি
চাইও পরে পস্তাইবা ।
(চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কবিতা,অন্য জেলার বন্ধুদের জন্য অনুবাদ করে দিলাম।)
কোথায় গেলে,দৌড়ে এসো
ওহে ছেলের(বোচাইয়া) বাপ
চারিদিকে কি শোনা যায়
আর পাবে না মাপ
করোনা তো এসে গেল
আমাদের চাটগাঁয় (চাডিগাঁত)
পাড়া বেড়ানো বন্ধ করো
মাথা ঢোকাও গাথায় (গর্তে )
বোচাইয়া(ছেলে) কই - ও বোচানি(মেয়ে)
মূল ফটকে তালা -
আছে কিনা দেখ,নয়তো লাগাও
দেখেশুনে ভালা (ভালো)
লকডাউন এর মানে এখন
বুঝতে পারছো না ?
তালা লাগিয়ে চাবি লুকাও
নাক-মুখে দাও ঢাকনা
গোঁয়ার্তুমি অনেক করলে
ধর্ম ধর্ম করে
ঘরের ভিতর ধর্ম করলে
আল্লা যায়কি মরে ?
ও আল্লা বিচার কর
হে ভগবান বলো
কেমন গাধা মুর্খ নিয়ে
মোর বসবাস দেখো
একজন থেকে সারা দেশটা
মালশা পোড়ায় পুড়বে
নিজেতো শেষ হয়েই যাবে
ভাইবেরাদর মারবে।
ঘুম আসে না সারা রাতে
মনের ভেতর বুদবুদ
পাড়ার মোড়ে গল্প তোমার
এখনও অদ্ভুত
ছেড়ে দাওনা আদি চিন্তা
কোন গ্রন্থে কি বলছে
বাসি কিস্তার পোংটামারো
দেখছোতো কি হচ্ছে !
ও বোচাইয়া - ও বোচনি
তাড়াতাড়ি ছাদে যা
পাড়া পড়শি কেবা কোথা
একটু ফিরে চা (চাও)
আরো একটা কথা বলি
আপনি মোল্লা কাট (কাটমোল্লা)
এর পরে দেশে আসবে
ছিয়াত্তর এর রাট (মন্বন্তর)
সজাগ নইলে সময় মত
পরে আর কি করবে ?
বলে গেলাম এই বাঁদির ঝি
দেখো, পরেতে পস্তাবে ।
লেখক- কবি ও নাটকর্মী। উপদেষ্টা পরিষদ সদস্য অনন্য থিয়েটার-চট্টগ্রাম। সৃষ্টি- ৪ এপ্রিল ২০২০।।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.