পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ে গরীব, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে ২য় পর্যায়ে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মাইটভাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান লায়ন মোঃ মিজানুর রহমান মিজান বিএ।
এসময় ইউপি সচিব ও ইউপি সদস্য বৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টিসিবি পণ্যের মধ্যে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ১ কেজি চিনি মোট ৪০৫ টাকায় বিক্রি করা হয়।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.