অভি পাল (প্রতিনিধি)
বাশঁখালী উপজেলার ২নং সাধনপুর ইউনিয়নের একজন সৎ নিষ্ঠাবান ও সদ্য নিবার্চিত ইউপি সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনেক বাধা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে একজন আদর্শিক সমাজকর্মী হিসেবে প্রতিষ্ঠিত তিনি।
তিনি, তাঁর পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর প্রতিভার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বাশঁখালী উপজেলার সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এমপির নির্দেশনায় ইতোমধ্যে কাজ করে যাচ্ছেন।
ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চাই। এলাকার হতদরিদ্র মানুষের উন্নয়নে তাঁর নিরন্তর প্রয়াস সব মহলেই প্রশংসা কুঁড়িয়েছে।
ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ ও সময়নিষ্ঠ সদা হাস্যোজ্জ্বল ও সাদা মনের মানুষ। তাঁর মাঝে কোনো অহংকার নেই। নিরহংকারী এই মানুষটি দলমত নির্বিশেষে আজ সকলের কাছে প্রিয়। কাজ করছেন দলের জন্য। সর্বোপরি কাজ করছেন সাধারণ মানুষের কল্যাণের জন্য।
এই মানুষটি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রতিটি মানুষের বিপদ আপদে ছুটে যান। এলাকায় তিনি একজন সাদা মনের উদার মানসিকতার মানুষ হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। সকল দু:খ দুর্দশায় তাঁকে সহজেই পাশে পাওয়া যায়।
মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,বাশঁখালী উপজেলার সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। একই সাথে ৪ নং ওয়ার্ডকে মাদক ,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন,রাস্তার উন্নয়ন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দু:খী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধান করবো।রাস্তা ঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় ব, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এলাকায় নিজের মুখ উজ্জ্বল করতে চাই।
ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। নির্বাচনকালীন সময়ে সাধারণ জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ছোট বেলা থেকেই একজন সহজ-সরল-সৎ মনের অধিকারী ও মেধাবী মানুষ। যার ফলে সাধারণ জনগণ তাকে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত করেছেন। সামাজিক সচেতনতা এবং মানবিক সেবার অনন্য উদ্যোগ তাকে একজন মানবদরদী ও মহতী মানুষের উচ্চতায় অধিষ্ঠিত করেছে।
আগামী দিনে মোঃ দেলোয়ার হোসেন সততা ও কর্মদক্ষতার সাথে ইউনিয়নের উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করে ৪নং ওর্য়াডকে আধুনিক মডেল হিসেবে গড়ে তুলবেন এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীসহ সকলের।
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.