অভি পাল, প্রতিনিধি,
পুনর্গঠন হচ্ছে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কমিটি। দীর্ঘদিন পর জেলা ও মহানগর যুবলীগের কমিটি পুনর্গঠন ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে পরিচ্ছন্ন ও সৎ ও আদর্শবান নেতাদের যুবলীগের কমিটিতে প্রাধান্য দেওয়া হবে। নেতৃত্ব পরিবর্তনের আভাস পেয়ে সক্রিয় হয়ে উঠেছেন যুবলীগ এবং চট্টগ্রামের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের সাবেক একঝাঁক নেতাকর্মী।
সেই ক্ষেত্রে মহানগর যুবলীগের কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচ্ছন্ন, পরীক্ষিত, নিবেদিত ও পরিশ্রমী নেতা ফজলে রাব্বি সুজন আলোচনায় রয়েছেন।ছাত্রজীবনে বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণীত হয়ে এলাকায় ছাত্রলীগের রাজনীতির মধ্যে দিয়ে রাজপথে রাজনীতির যাত্রা শুরু করেন।
মহানগর যুবলীগের আসন্ন কমিটিতে ফজলে রাব্বি সুজনকে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় তৃণমূলের নেতা-কর্মীরা। তারা বলছেন, সৎ ও পরিচ্ছন্ন নেতা হিসেবে রাজনীতিতে আলাদা ইমেজ রয়েছে সুজনের। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় যুবলীগের শীর্ষ নেতাকর্মীরা তাকে মূল্যায়ন করবেন বলে আশাবাদী তারা।
ফজলে রাব্বি সুজন বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার লক্ষ্যে ঝাপিয়ে পড়া জাতির শ্রেষ্ঠ সন্তানের রক্তের উত্তরসূরি আমি , বাবার কাছ থেকে মুক্তিযুদ্ধের গল্প , জাতির পিতার সাম্যের , অসাম্প্রদায়িক ও উন্নত জীবন ব্যবস্থার বাংলা গড়ার যে স্বপ্ন তা আমাকে শৈশবেই আলোড়িত করে । জাতির পিতার যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা পঁচাত্তরের ১৫ ই আগস্টের কালো রাত্রিতে আপন বলে যা বোঝায় এক বোন ছাড়া সব হারিয়েছেন । তবুও বাবার স্বপ্নকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ১৯৮১ সালে দেশে ফিরে এসে এই বাংলা ও বাংলার মানুষের জীবন মান উন্নত করার সংগ্রামে লিপ্ত আছে , যা কৈশরে আমাকে গভীরভাবে ভাবিয়েছে । এই ভাবনা থেকে আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করতে পেরেছি । মানুষকে ভালোবেসে তাদের জীবন মান উন্নত করার সংগ্রামের একজন আদর্শিক যোদ্ধা হয়ে কাজ করে যেতে চাই । বাঙালি জাতীয়তাবাদ , ধর্ম নিরেপেক্ষতা ও গণতান্ত্রিক আদর্শকে বুকে ধারণ করে শেখ ফজলুল হক মণি নির্দেশিত পথে আমার অর্জিত শিক্ষাকে ব্যবহার করে , যুব সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা রাখাই আমার রাজনীতির মূল লক্ষ্য।
পরিশেষে বলতে চাই,যদি আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই তাহলে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী যুবলীগকে পরিচালনা করবো এবং সংগঠনের গতিশীলতা বেগমান করবো
Chief Adviser : Prof. Partha Sarathi Chowdhury. Chairman : Manas Chakroborty. Head Office: 40 Momin Road, Chittagong. Editorial Office: Farid Bhaban (2nd floor), in front of Hajera Taju Degree College, Chandgaon, Chittagong. News Desk : Email : chattobanglanews@gmail.com, Hello : 019-2360 2360
Copyright © 2025 চট্টবাংলা. All rights reserved.